নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
এই হপ্তায় ১০.২ রেটিং নিয়ে বেঙ্গল টপারের স্থানে ‘মিঠাই’। পরপর অনেকগুলো সপ্তাহে এই জায়গা দখল করে রেখেছিল ‘খড়কুটো’৷ এবার তাকে টেক্কা দিল জি দুনিয়ার মোদক পরিবার। গ্রামের মেয়ের শহরের বউ হয়ে আসা এবং শ্বশুরবাড়ির সকলের মন জিতে নেওয়ার নানা মুহূর্ত প্রতিদিন হয়ে উঠছে উজ্জ্বল।
তার উপর আবার মোদক পরিবারের মিষ্টান্ন ব্যবসার খানিকটা দায়িত্ব এবার কাঁধে নিয়েছে মিঠাই। মনোহরা বানাতে পটু মিঠাই। বাড়ির সবাই তাকে ভালোবাসলেও তার কর্তা সিদ্ধার্থ বা সিড তাকে বউ হিসেবে মেনে নিতে চায় না। অন্যান্যরা সবাই পাশে আছে তার। সব সমস্যার সমাধান করতে সে সিদ্ধহস্ত।
প্রসঙ্গত, মিঠাই থুড়ি সৌমিতৃষা এর আগে ‘কনে বউ’ ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন। নাচের ব্যাকগ্রাউন্ড থেকে তাঁর আসা। এই ধারাবাহিকে মাঝে মধ্যেই নাচের সিন থাকায় সে খুশি। সিদ্ধার্থের চরিত্রে আদৃত রায়। এটাই তাঁর প্রথম ছোটপর্দার কাজ। ১৪ ঘণ্টার শিড্যুলে এই প্রথম তিনি। কিন্তু এনজয় করছেন, জানিয়েছেন নিউজ ফ্রন্টকে। ‘মিঠাই’ দেখুন রাত ৮ টায়, জি বাংলায়।
দেখে নিন এই সপ্তাহের রেটিং-
মিঠাই– ১০.২ জি বাংলা (প্রথম)
খড়কুটো– ৯.৬ স্টার জলসা (দ্বিতীয়)
কৃষ্ণকলি– ৯.৩ জি বাংলা (তৃতীয়)
করুণাময়ী রাণী রাসমণি– ৮.৭ জি বাংলা (চতুর্থ)
যমুনা ঢাকি– ৮.৫ জি বাংলা (পঞ্চম)
অপরাজিতা অপু– ৭.৯জি বাংলা (ষষ্ঠ)
শ্রীময়ী– ৭.৮ স্টার জলসা (সপ্তম)
খেলাঘর– ৭.৬ স্টার জলসা (অষ্টম)
দেশের মাটি– ৭.৫ স্টার জলসা (নবম)
মহাপীঠ তারাপীঠ– ৭.৫ স্টার জলসা (নবম)
গঙ্গারাম– ৭.১ স্টার জলসা (দশম)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584