নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বিতর্ক চলছে, চলবে।ফেডারেশন এবং প্রোডিউসার্স গিল্ড দুই পক্ষই একরোখা। তবে, এই লকডাউনের মধ্যেই শুরু হয়েছে শুটিং। স্টুডিও তালাবন্ধ থাকায় প্রযোজকরা বাড়ি থেকে শুটিং এগিয়ে নিয়ে চলেছেন। শুধু তাই নয়, হোটেলে অথবা কোনও বাড়ি ভাড়া করেও সিরিয়ালের মুখ্য চরিত্রদের দিয়ে অভিনয়ের কাজ জারি রাখছেন বলে অভিযোগ ফেডারেশনের।
যদিও সব ধারাবাহিকের ক্ষেত্রে এই কথা খাটে না। যেমন বুধবার অবধি ‘খড়কুটো’ ধারাবাহিকের ব্যাঙ্কিং এপিসোডই দেখেছে দর্শক। ‘খেলাঘর’, ‘বরণ’-এর শুটিং হচ্ছে বাড়ি থেকে। মোদ্দাকথা শুটিং চলছে কোনও না কোনওভাবে।
এরই মাঝে হাজির বছরের ২১তম সপ্তাহের টিআরপি তালিকা। চলতি সপ্তাহে এক নম্বরে বহাল ‘মিঠাই’। মিঠাই ও উচ্ছেবাবুর প্রাপ্ত নম্বর ১০.৮। এই ধারাবাহিক আউটডোরে শুটিং করার কারণে বিতর্কের মধ্যে পড়ে। কিন্তু তার প্রভাব তার প্রাপ্ত নম্বরে পড়েনি।
আরও পড়ুনঃ ত্রিকালদর্শী লোকনাথের তিরোধান দিবসে ভাস্বরের অনন্য উদ্যোগ
ওদিকে অনেকদিন পর সকলকে তাক লাগিয়ে দিয়ে সেরা তিনে ফিরল ‘খড়কুটো’। সৌগুনের সম্পর্কের টানাপোড়েনের উপর ভর করে টিআরপি তালিকায় ৭.৯ পয়েন্ট পেয়েছে ‘খড়কুটো’। অন্যদিকে ৮.৩ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় ‘কৃষ্ণকলি’ ও ‘অপরাজিতা অপু’। গত সপ্তাহের তুলনায় অনেকটা রেটিং কমেছে ‘যমুনা ঢাকি’র।
এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা-
মিঠাই- ১০.৮ (প্রথম)
অপরাজিতা অপু- ৮.৩ (দ্বিতীয়)
কৃষ্ণকলি-৮.৩ (দ্বিতীয়)
খড়কুটো- ৭.৯ (তৃতীয়)
করুণাময়ী রানী রাসমণি- ৭.৮ (চতুর্থ)
যমুনা ঢাকি- ৭.৭ (পঞ্চম)
মহাপীঠ তারাপীঠ- ৭.৫ (ষষ্ঠ)
গঙ্গারাম- ৭.১ (সপ্তম)
শ্রীময়ী- ৬.৮ (অষ্টম)
দেশের মাটি- ৬.২ (নবম)
খেলাঘর- ৬.২ (নবম)
গ্রামের রানি বীণাপানি- ৫.৫ (দশম)
এই সপ্তাহেও তাই এগিয়ে জি বাংলা। ৫৯৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে জি, দু’ম্বরে স্টার জলসা।
আরও পড়ুনঃ পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়ের গ্রিন তবলা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584