প্রথাভেঙে ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভায় মিঠুনের যোগদান

0
135

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

বিজেপিতে যোগদান করলেন প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী । প্রথা ভেঙে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভাতেই গেরুয়া শিবিরে যোগদান করলেন মহাগুরু। আর মোদির ব্রিগেড মঞ্চ থেকেই বিজেপির হয়ে প্রতিপক্ষের উদ্দেশ্যে বাংলায় বক্তৃতায় ‘বহিরাগত’ তকমার জবাব দিলেন সর্বভারতীয় অভিনেতা।

mithun chakraborty | newsfront.co
নিজস্ব চিত্র

যদিও শনিবার নিউজ ফ্রন্টকে রাজ্যবিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছিলেন, প্রধানমন্ত্রীর সভায় কোনও দলের যোগদান হতে পারে না। এমন কী রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিক সম্মেলনে বলেছিলেন,’ মিঠুন জনসভায় আসছেন কিনা আমার জানা নেই।’ কিন্তু সেদিনই বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীও জানিয়েছিলেন,’ ব্রিগেডের সভায় অবশ্যই থাকছেন মিঠুন চক্রবর্তী।’

এদিন-ই জনপ্রিয় ডায়লগের সঙ্গে একুশের ভোট-রাজনীতিকে মিলিয়ে ‘জাত গোখরো’ মিঠুন হুঙ্কার দিলেন, ‘এক ছোবলেই ছবি।’ব্রিগেড মঞ্চে বক্তব্য রাখতে উঠে আজকের দিনটাকে স্বপ্ন দেখার সঙ্গে তুলনা করেন মহাগুরু মিঠুন ৷ বলেন, ‘আজকের দিনটা আমার কাছে একটা স্বপ্নের মত। কলকাতার জোড়াবাগানে যেখানে থাকতাম তার দুদিকটাই অন্ধ। ব্লাইন্ড লেনে জন্মেছিলাম। সেদিন থেকে স্বপ্ন দেখেছিলাম, কিছু একটা করব।

আরও পড়ুনঃ টিএমসির খেলা শেষ, খেলা খতমঃ মোদী

কিন্তু এই স্বপ্নটা সেদিন সত্যিই দেখিনি যে যেখানে ভারতের তাবড় নেতৃত্ব বসে আছেন, সেই মঞ্চে আমিও রয়েছি। এটা সত্যিই স্বপ্ন। ব্লাইন্ড লেনে জন্মে আমি আজ এখানে। আমি বিশ্বাস করি, কেউ হৃদয় দিয়ে দেখলে সেই স্বপ্ন সফল হয়।’ ব্যক্তিগত আবেগ, অনুভূতি জ্ঞাপনের পরই ব্রিগেড মঞ্চ থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিন্তু নিগূড় রাজনৈতিক বার্তা দেন মিঠুন। ব্রিগেড মঞ্চ থেকে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী সোজা ভাষায় সাফ বলেন, ‘বাংলায় যাঁরা থাকে, তাঁরা সবাই বাঙালি।’

বিজেপির বিরুদ্ধে যেখানে বার বারই ‘বহিরাগত’ ইস্যুতে আক্রমণ শানিয়েছে শাসকদল তৃণমূল থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলি ৷ সেখানে মিঠুনের এই বক্তব্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এদিন ব্রিগেড মঞ্চে রানি রাসমনি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বিদ্যাসাগরকে স্মরণ করে মিঠুন চক্রবর্তী বলেন, ‘এরাই আসল বাঙালি।’পাশাপাশি, আরও বলেন, “আমি গর্বিত আমি বাঙালি।”

বলা বাহুল্য, রবিবার ব্রিগেড মঞ্চে বাংলাতেই নিজের বক্তব্য শুরু করেন মিঠুন। মাঝে মাঝে হিন্দিতে বক্তব্য রাখলেও, ভাষণের সিংহভাগ দেন বাংলাতেই। এভাবেই উস্কে দেওয়ার চেষ্টা করেন বাঙালি আবেগ। জোর সওয়াল করেন বাঙালিয়ানার পক্ষে।

আরও পড়ুনঃ বাংলাতে তৃণমূল কংগ্রেসই থাকবে, পরিবর্তন দিল্লিতে হবেঃ মমতা

বক্তব্যের একেবারে শেষভাগে নিজের সিনেমার জনপ্রিয় ডায়লগকে হাতিয়ার করে প্রতিপক্ষের উদ্দেশ্যে হুঙ্কার দিতেও এদিন শোনা গেল মিঠুন চক্রবর্তীকে বললেন, ‘আমি জলঢোড়া নই, বেলেঢোড়া নই, আমি জাত গোখরো। এক ছোবলেই ছবি। এবার কিন্তু এটাই হবে। দাদার কথায় ভরসা রাখবেন। দাদার উপরে ভরসা রাখবেন। দাদা কিন্তু পালিয়ে যাননি। এক ছোবলে ছবি, এবার এটাই হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here