উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
রবিবারই বিজেপিতে যোগদান করেছেন মিঠুন চক্রবর্তী। এবার ১২ই মার্চ থেকে প্রচারে নামছেন তিনি। দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যেই বৈঠকও সেরে ফেলেছেন। সূত্রের খবর তেমনই।
বাংলায় ফের ভোটের প্রচারে ‘মহাগুরু’। একসময়ে বামেদের হয়ে প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে। রাজ্যে পালাবদলের পর যোগ দিয়েছিলেন তৃণমূলে। সেবারও তৃণমূলের হয়ে তৎকালীন তৃণমূল নেতা মুকুল রায়ের সঙ্গে প্রচার করেছিলেন মহাগুরু।
তখন আর স্রেফ প্রচার নয়, রাজ্যসভার সাংসদও হন মিঠুন। একুশে বিধানসভা ভোটের আগে এবার গেরুয়া শিবিরে নাম লেখালেন তিনি। এদিন ধুতি-পাঞ্জাবী পরে একেবারে বাঙালি বেশে ব্রিগেডের মোদীর সভায় এসেছিলেন মিঠুন। তাঁর হাতে দলের পতাকা তুলে দিলেন দিলীপ ঘোষ। অভিনেতাকে ‘বাংলার ছেলে’ বলে পরিচয় দিলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুনঃ দশ দিনের মধ্যে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী
ভোটের প্রচারে বিভিন্ন জনসভায় ‘বহিরাগত’ বলে বিজেপিকে আক্রমণ শানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘বাংলা তার নিজের মেয়েকেই চাই’ শ্লোগান তুলে প্রচার চলছে জোরকদমে। রাজনৈতিক মহলে, মিঠুন চক্রবর্তীকে পাল্টা ‘বাংলার ছেলে’ হিসেবে তুলে ধরতে চাইছে গেরুয়াশিবির। সেকারণে দলে যোগ দেওয়ার পর তাঁকে তড়িঘড়ি প্রচারে নামানো হচ্ছে।
আরও পড়ুনঃ ধর্মনিরপেক্ষতা ভারতীয় সংস্কৃতির জন্য সবচেয়ে বড় বিপদঃ যোগী আদিত্যনাথ
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ৯ মার্চ প্রথম দফায় ভোটের মনোনয়ন পর্ব শেষ হলেই ময়দানে নামবেন মিঠুন চক্রবর্তী। মূলত প্রথম দফায় যেসব কেন্দ্রে ভোট হবে, সেসব কেন্দ্রেই যাবেন তিনি। অর্থাৎ ১২ই মার্চ থেকে এই প্রচার কর্মসূচি শুরু হতে চলেছে, তা কার্যত নিশ্চিতই বলা যায়। তবে কোন কোন কেন্দ্রে বিজেপির হয়ে প্রচার করতে দেখা যাবে বাংলার ‘মহাগুরু’-কে, তা চূড়ান্ত নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584