বাংলার নবতম গ্র্যান্ডমাস্টার মিত্রাভ

0
76

কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ

বাংলার একজন নতুন গ্র্যান্ডমাস্টার হলেন মিত্রাভ গুহ। দিব্যেন্দু বড়ুয়া, সূর্য শেখর গাঙ্গুলীর দলে নাম লিখালেন বাংলার মিত্রাভ গুহ। কলকাতার কুদঘাটের বছর কুড়ির মিত্রাভ বাংলার নবম ও ভারতের ৭২তম গ্র্যান্ডমাস্টার।সার্বিয়ার নোবিসাদে দাবা প্রতিযোগিতায় এই স্বীকৃতি পান তিনি। এই প্রতিযোগিতায় ফাইনালে নর্ম নিশ্চিত করেন।শুরুটা দারুণভাবে করলেও সপ্তম রাউন্ডে রাশিয়ার প্রতিযোগি ভ্লাদিমির জাখারতোভের কাছে হেরেও দারুণভাবে প্রতিযোগিতায় ফিরে আসেন।

Mitrabha Guha became grandmaster
মিত্রাভ গুহ

গত একবছর করোনা কালে নিবিড় ভাবে প্রশিক্ষণ করেন তিনি। উল্লেখ্য কোনো আধুনিক প্রশিক্ষক ছাড়া এই কৃতিত্ব অর্জন করলেন মিত্রাভ। বর্তমানে আধুনিক প্রযুক্তির ও প্রশিক্ষকী সাহায্য নিয়ে এগিয়ে যেতে চান।

আরও পড়ুনঃ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিরল রেকর্ড গড়লেন বিদর্ভের স্পিনার অক্ষয় কার্নেওয়ার

মওলানা আজাদ কলেজের বছর কুড়ির এই বিএ ফাইনাল ইয়ারের ছাত্রের সাফল্যের সকলেই খুব খুশি, পড়াশোনা চাপের মাঝে তার এই কৃতিত্বের যারপরনাই সকলেই ঈর্ষণীত তাও কোন সেকেন্ড ছাড়া। সপ্তাহ দুয়েক আগে বাংলাদেশের এক টুর্নামেন্টে ২৪৭৮ এলো পয়েন্টসে পৌঁছেছিলেন মিত্রাভ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here