দিল্লীতে বিজেপি যোগ মনিরুল গদাধরের,জেলায় ক্ষুব্ধ নেতা-কর্মীরা

0
180

পিয়ালী দাস, বীরভূমঃ

বুধবার বিজেপির সদর দপ্তর দিল্লিতে তৃণমূল কংগ্রেসের বীরভূমের লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম,নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা,বিজেপিতে যোগদানের পরে ক্ষোভে ফেটে পড়লেন বীরভূম জেলা বিজেপির সভাপতি রামকৃষ্ণ রায়।

MLA changed party
রামকৃষ্ণ রায়,জেলা বিজেপির সভাপতি।ছবিঃ প্রতিবেদক

তিনি সাফ জানিয়ে দিলেন, “তৃণমূল কংগ্রেস থেকে যে দুজন বুধবার দিন দিল্লিতে বিজেপিতে যোগদান করলেন তা মোটেও ঠিক হয়নি,উচ্চ নেতৃত্বের যোগদান করানোর আগে বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাশ বিজয় বর্গীর সঙ্গে কথা বলব।তৃণমূল কংগ্রেসের এই দুই সদস্য যোগদানের পর বীরভূম জেলার বিজেপির অন্দরমহলে ক্ষোভে ফুঁসছে কর্মীরা।

কড়া প্রতিক্রিয়া দিয়েছে বীরভূম জেলা বিজেপি সভাপতি দিলীপ ঘোষ,তিনি বলেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করে পশ্চিমবাংলায় বিজেপিকে ১৮টি আসন তুলে দিয়েছে। এই মুহূর্তে পশ্চিমবাংলায় বিজেপির প্লাবন এসেছে,সেই প্লাবনে সাপ,ব্যাঙ,হাঙ্গর, বিষাক্ত সরীসৃপ,মাছ উঠে আসছে,এসব ধরার জন্য রাজ্য নেতৃত্ব জাল নিয়ে বসে আছে,এখন রাজ্য নেতৃত্বকে ঠিক করতে হবে জাল থেকে হাঙ্গর, সাপ,বিষাক্ত সরীসৃপ, কে দলের ভেতর জায়গা দেবে,নাকি শুদ্ধ মাছগুলোকে দিয়ে সুন্দর ভাবে দল পরিচালনা করবে।যাদের বিরুদ্ধে লড়াই করে বিজেপিকে ভোট দিয়ে সমর্থন জানিয়ে নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গে বিজেপির হাত শক্ত করেছে যে সাধারণ মানুষ তারা কিন্তু এই যোগদান গুলো মেনে নেবে না,এখনো যদি রাজ্য নেতৃত্ব যোগদানের বিষয়টি গুরুত্বসহকারে না ভাবে তাহলে আর যারা যোগদান করছে তারা কিন্তু ভবিষ্যতে জনরোষের সম্মুখীন হবে।

যদিও বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল গদাধর হাজরা এবং মনিরুল ইসলামের বিজেপিতে যোগদান নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

একের পর এক তৃণমূল কংগ্রেসের থেকে বিজেপিতে যোগদানের খবর আসার পরে ফেসবুকে প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি নিচুতলার কর্মীরা।প্রকাশ্যে মুখ না খুললেও এখন থেকেই একাধিক বিজেপির কর্মীদের মুখে শোনা যাচ্ছে ক্ষোভের কথা।

তাদের দাবি,গত পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে যে তৃণমূল কংগ্রেসের অপশাসন, এবং দুর্নীতি, কার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বহু কর্মী আহত হয়েছে, মারধোর খেয়েছে, রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাড়ি আগুন লাগিয়ে দিয়েছে বিজেপি কর্মীদের, সেই সব ছিন্নমূল নেতা নেতাকর্মীদেরকে আজকে যেভাবে বিজেপি রাজ্য নেতৃত্ব সাদর আমন্ত্রণ করে দলে যোগদান করাচ্ছেন তাতে ভবিষ্যতে বিজেপির নিচুতলার কর্মীদের মনোবল ভেঙে যাবে।

সদ্য লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর দেখা গেছে বীরভূমের সাঁইথিয়া পৌরসভার বিজেপি নেতা শান্তনুর হাত ধরে সাঁইথিয়া বিধানসভা এলাকায় তৃণমূল কে পেছনে ফেলে বিজেপি ৩০০ ভোটে লিড পেয়েছে।

শান্তনু রায় জানান,বুধবার তৃণমূল কংগ্রেস থেকে মনিরুল ইসলাম এবং গদাধর হাজরার যোগদানকে মানুষ ভালোভাবে নেয় নি।এরকম চলতে থাকলে বিজেপির উপর থেকে মানুষ বিশ্বাস হারাবে।

আরও পড়ুনঃ শিবির বদল পঞ্চায়েত প্রধানের

বীরভূম জেলা বিজেপির অন্যতম নেতা কালোসোনা মন্ডল জানান,মনিরুল ইসলাম ও গদাধর হাজরার যোগদানের পড়ে জেলা জুড়ে কর্মীরা ফোন করে তাদের ক্ষোভের কথা জানিয়েছে।কালোসোনা মন্ডল আরও বলেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আমাদের ভরসা রয়েছে,উনি নিশ্চয়ই কর্মীদের ভালো মন্দর বিষয়টি ভালোভাবে জানেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here