নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলা লকডাউনে গৃহবন্দী মানুষ রুজি-রুটিহীন হয়ে পড়েছেন। অনেকেই আবার রেশন কার্ড না থাকায় খাদ্যসামগ্রী পাচ্ছেন না।
এই পরিস্থিতিতে বিপাকে পড়েছিলেন রায়গঞ্জ পুর এলাকার দুঃস্থ মানুষরাও। তাঁদের সাহায্যে এবার এগিয়ে এলেন রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত।
নিজের উদ্যোগে দুঃস্থ মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। মঙ্গলবার রায়গঞ্জ বিধানসভা এলাকার প্রায় পাঁচ হাজার মানুষের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দিয়েছেন মোহিত সেনগুপ্ত। সাধ্যমতো চেষ্টা করছেন এলাকার মানুষের পাশে দাঁড়ানোর।
আরও পড়ুনঃ মুমূর্ষ রোগীদের জন্য ওষুধ পৌঁছতে অভিনব উদ্যোগ জেলা পরিষদের
মোহিত সেনগুপ্ত বলেছেন, ‘করোনা আক্রান্তের সংখ্যা সারা বিশ্বের সঙ্গে সঙ্গে ভারতে ক্রমশ বেড়ে যাচ্ছে। বাদ নেই পশ্চিমবঙ্গও। লকডাউনের ফলে সমস্যায় পড়েছেন দরিদ্র মানুষরা। সাধ্যমতো সবার হাতে খাদ্যসামগ্রী তুলে দিলাম। একজন বিধায়ক হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584