নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
হাসপাতালের পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ পাওয়ার পর হাসপাতাল পরিদর্শনে এসে ক্ষোভে ফেটে পড়লেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক।বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনবেন বলেও জানিয়েছেন তিনি। ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাঁতন গ্রামীণ হাসপাতালের। দাঁতন হাসপাতালে হঠাৎ পরিদর্শনে এসে পৌঁছান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান।
তাঁর সঙ্গে ছিলেন দাঁতন ১ বিডিও অনিরুদ্ধ ঘোষ।তিনি দীর্ঘ কুড়ি পঁচিশ মিনিট হাসপাতালের ভেতরে ঘুরে দেখেন।কথা বলেন রোগী ও তাদের পরিজনের সঙ্গে।তাঁর অভিযোগ বর্তমান রাজ্য সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর ব্যবস্থা করলেও পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে হাসপাতালে আসা রোগীরা।হাসপাতালে দীর্ঘক্ষণ ধরে ব্লক আধিকারিককে সঙ্গে নিয়ে বিধায়কের অভিযোগ,তাঁদের সঙ্গে কোনও সহযোগিতা ও সৌজন্য দেখায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। বেরনোর মুখে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এসে কথা বলার সময় অসৌজন্য বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ব্লক স্বাস্থ্য আধিকারিক মৌসম মান্নার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আনেন তিনি।যদিও এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি ব্লক স্বাস্থ্য আধিকারিক।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় এক স্কুল ছাত্রী সহ নিহত দুই পথচারী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584