নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বিধানসভা ভোটের মুখে কংগ্রেসের সমস্ত সদস্যপদ থেকে পদ্যতাগের সিদ্ধান্ত নিলেন বড়ঞার বিধায়িকা প্রতিমা রজক। ঘনিষ্ঠ মহলে তার বক্তব্য”দলত্যাগ না করার পুরস্কার পেলাম! আমরা আটজন তৃণমূলের কাছে বিক্রী হলাম না । সাত জন টিকিট পেলেন আমি বাদ। ঠিক আছে, অনেকদিন বিরোধী আছি। কিছু করতেও পারছিনা।
সেই জন্যই সরে আসা। কর্মীদের মুক্তি দিলাম। এবার তারা মনে করলে যেখানে সেখানে যেতে পারবে। আমার সঙ্গে থেকে মার খাচ্ছে কিন্তু কিছু করতে পারছে না। আমি কিছু ভাবলে আগামী দিনে দেখা যাবে”।গত ১২ ই মার্চ তিনি কংগ্রেসের সমস্ত সদস্যপদ থেকে পদত্যাগপত্র দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতিকে। কিন্তু হঠাৎ কী এমন হল যে এমন সিদ্ধান্ত নিলেন তিনি। দল করতে অসুবিধা হচ্ছে বলেই সাফ জানালেন প্রতিমা।পরপর দুবারের বড়ঞার বিধায়ক।
বাম জামানায় বড়ঞা কেন্দ্রটি ছিল আরএসপির দখলে। এই কেন্দ্র থেকে জিতেই মন্ত্রী হয়ে ছিলেন দেবব্রত বন্দ্যোপাধ্যায়। পরিবর্তনের বছরে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন অধীর চৌধুরীর প্রার্থী হিসেবে পরিচিত প্রতিমা রজক। তার আগে তিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন। আর ২০১৬-র নির্বাচনেও প্রতিমা রজক এই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন ৷
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর উপরে ছয়টি কেস নিয়ে নিমতৌড়িতে মুখ খুললেন শুভেন্দু
এবার বড়ঞা কেন্দ্রে টিকিট দেওয়া হয়েছে অধীর চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত শিলাদিত্য হালদারকে। মুর্শিদাবাদ জেলা পরিষদ তৃণমূলের দখলে আসার আগে পর্যন্ত শিলাদিত্য হালদার ছিলেন জেলা পরিষদের সভাধিপতি।প্রতিমার এই সিদ্ধান্তে, যে ব্যক্তিগত ভাবে প্রার্থী না হয়ে দলের কাছে অপমানিত হয়েই সেটা মনে করছেন রাজনৈতিক মহল। মুর্শিদাবাদে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস ১৪ টি আসনে জয়লাভ করে।
এরপর একে একে কংগ্রেস দল ছাড়েন রেজিনগর, কান্দি, নওদা, খড়গ্রাম, মুর্শিদাবাদ ও রঘুনাথগঞ্জের কংগ্রেস বিধায়করা। সেই সময় একাধিকবার দল বদলের কথা উঠলেও বড়ঞার বিধায়ক প্রতিমা রজক কংগ্রেস ছাড়েননি। এবার ফরাক্কা, সুতি, লালগোলা, বহরমপুর, রাণীনগর, ভরতপুর ও বেলডাঙ্গার বিধায়করা পুনরায় মনোনয়ন পেলেও ব্যতিক্রম প্রতিমা রজক।
আরও পড়ুনঃ এগরায় বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভা কেন্দ্রীয় মন্ত্রীর
মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতৃত্ব অবশ্য প্রতিমা রজকের দলত্যাগের বিষয়টি মানতে নারাজ। উল্টে, বড়ঞায় প্রতিমা রজক অত্যন্ত সক্রিয় নেত্রী বলেই ব্যাখা দিলেন। জেলা কংগ্রেস মুখপাত্র জানান, ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র দিয়েছেন, দলীয় সমস্ত পদ থেকে অব্যাহতি চেয়েছেন। দলীয় স্তরে যদিও এনিয়ে কোন আলোচনা হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584