বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে কর্মীসভা বিধায়কের

0
78

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

এখনো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রায় দশ মাস বাকি। তার আগেই করোনা পরিস্থিতির মধ্যে শালবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীকান্ত মাহাতো তার নির্বাচনী এলাকা চন্দ্রকোনা রোডে রবিবার বিধানসভা নির্বাচন নিয়ে দলীয় কর্মীদের উপস্থিতিতে প্রস্তুতি সভা সারলেন।

meeting | newsfront.co
নিজস্ব চিত্র

ওই নির্বাচনী প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো, গড়বেতা তিন নং পঞ্চায়েত সমিতির সভাপতি আকাশদীপ সিনহা, তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুবিষয় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।

দলীয় কর্মীদের এখন থেকেই নিজেদের এলাকাকে ঠিক রাখার জন্য এবং দলকে সংগঠিত করে শক্তিশালী করে তোলার জন্য তিনি আবেদন জানান। সেইসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের সাফল্য তুলে ধরে মানুষের কাছে যাওয়ার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুনঃ নাম না করে রাজ্যপালকে কটাক্ষ তৃণমূলের

বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন, রাজ্যের মা-মাটি-মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের উন্নয়নে যে কাজ করেছে, এর আগে কোন মুখ্যমন্ত্রী এত কাজ করেনি। তা সত্ত্বেও বিরোধী রাজনৈতিক দলগুলি হাতে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা করছেন।

করোনা ও ঘূর্ণিঝড় মোকাবিলার কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে সামলেছেন তা এক নজির বিহীন ঘটনা। একসঙ্গে করোনা ও ঘূর্ণিঝড়ের মোকাবিলা করা যে কোন মানুষের পক্ষে অসম্ভব।

তাই অসম্ভবকে সম্ভব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই যারা মানুষের পাশে থাকেননা যারা শুধু কাগজে টিভিতে থাকেন সেই বিজেপি নেতারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে অশালীন মন্তব্য করে চলেছেন। সে সমস্ত কিছুর বিরুদ্ধে তিনি দলীয় কর্মীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সেইসঙ্গে এলাকার প্রতিটি মানুষের কাছে গিয়ে তাদের অভাব অভিযোগ শোনার নির্দেশ দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here