শুভেন্দু হাওলাদার,পশ্চিম মেদিনীপুরঃ
বেলা১১টা নাগাদ শালবনী থানার অন্তর্গত ভাদুতলার কলাইচণ্ডী খালের কাছে দ্রুত গতিতে থাকা একটি দশ চাকার লরি দুই সাইকেল আরোহীকে প্রচন্ড গতিতে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনার পর গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকে তারু সিং ও সিমন দন্ডপাট নামে দুই প্রৌঢ়। ৬০ নং জাতীয় সড়কের উপরে বেলা ১১টা নাগাদ ওই দুই ব্যক্তি যখন সাইকেল নিয়ে যাচ্ছিলেন তখন পেছন থেকে দ্রুত গতিতে এসে একটি লরি তাদের ধাক্কা মেরে পিষ্ট করে পালিয়ে যায়।ঘটনার পরেই স্থানীয় মানুষজনেরা সেখানে পথ অবরোধ শুরু করে দেন।এই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা।
তিনি আহতদের দেখতে পেয়ে দ্রুত নিজের গাড়ি থেকে নেমে পড়েন এবং তিনি নিজেই রাস্তার উপর দাঁড়িয়ে গাড়ি আটকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন।একই সঙ্গে নিজে দাঁড়িয়ে থেকে রাস্তায় যানজট পরিস্কার করেন এবং স্থানীয় বিধায়ক শ্রীকান্ত মাহাতো ও শালবনী থানার পুলিশকে খবর দেন।তবে আহত দুই জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।একজন জন প্রতিনিধির এই ধরনের কাজ দেখে অনেকেই প্রশংসা করেন।
আরও পড়ুনঃ স্নান করতে এসে রূপনারায়ণে তলিয়ে গেলো মহিলা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584