প্রয়াত রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার ডঃ সুকুমার হাঁসদা

0
200

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

প্রয়াত হলেন ঝাড়গ্রামের বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা। জানা যায়, এদিন বৃহস্পতিবার সকাল এগারোটা কুড়ি মিনিট নাগাদ তিনি প্রয়াত হন।

sukumar hansda | newsfront.co
সুকুমার হাঁসদা। ফাইল চিত্র

তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন৷ সপ্তাহ খানেক ধরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।২০১১ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন তিনি। পেশায় ডাক্তার ছিলেন ।

ঝাড়গ্রাম হাসপাতালে দীর্ঘদিন ডাক্তারি করেছেন তিনি । ২০১১ নির্বাচনে বিধায়ক হওয়ার পর তিনি পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রিত্ব পান ।২০১৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে জয়ী হন তিনি।

আরও পড়ুনঃ দিলীপ ঘনিষ্ঠ সুব্রতকে সরিয়ে রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) পদে অমিতাভ

এইবার তিনি রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার পদে নিযুক্ত হন। হঠাৎ করে শরীরে ক্যান্সার ধরা পড়ার পর তাঁর চিকিৎসা শুরু হলেও শেষ অবধি তিনি জীবনের কাছে হার মানলেন ৷

হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্তও হন তিনি।টুইট করে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here