নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে আগামী ২৮ সে ফেব্রুয়ারি ব্রিগেড-র সভাকে সফল করার লক্ষ্যে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় মিছিল করল সি পিএম ও কংগ্রেস জোট।গড়বেতার ফতেসিংপুর থেকে মিছিল শুরু করে গড়বেতা থানার সামনে দিয়ে ধাদিকায় গিয়ে মিছিল শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার সিপিআইএমের সম্পাদক তরুণ রায়, সিপিএম নেতা তাপস সিনহা,তপন ঘোষ, সহ একাধিক নেতৃত্ব। কিন্তু ওই মিছিলে দেখা যায়নি বাম সরকারের প্রাক্তন মন্ত্রী তথা গড়বেতার প্রাক্তন বিধায়ক সুশান্ত ঘোষ কে। সুশান্ত ঘোষকে সিপিআইএমের গড়বেতার নেতা বলেই চেনে রাজ্যবাসী । রাজ্যে পালাবদলের পর কঙ্কাল কাণ্ডে নাম জড়ায় সুশান্ত ঘোষের।
আরও পড়ুনঃ বিজেপির মিছিল ঘিরে রণক্ষেত্র আমহার্স্ট স্ট্রিট
গ্রেফতার হন তিনি । সুপ্রিম কোর্টের রায়ে দীর্ঘদিন পর বাড়ি ফেরেন। তিনি বর্তমানে চন্দ্রকোনা রোডের বাড়িতে থাকেন। গড়বেতায় সিপিএমের মিছিলে সুশান্ত ঘোষকে না দেখা যাওয়ায় শোরগোল শুরু হয়েছে দলীয় কর্মীদের অন্দরমহলে।এ বিষয়ে গড়বেতার সিপিএম নেতা তপন ঘোষের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন সুশান্ত বাবু আছেনতো প্রয়োজনে তিনি আসবেন।
গড়বেতার সিপিএমের মিছিলেও শোনা গেল টুম্পা সোনার গান। তবে দলীয় কর্মীরা দেখতে পেল না তাদের নেতা সুশান্ত ঘোষকে।তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে সিপিএম দলের জেলা নেতারা কি সুশান্ত ঘোষ কে এড়িয়ে চলছেন?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584