নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ এবং ফলতার বিধায়ক তমোনাশ ঘোষ। গত মে মাসে দুর্গাপুরে এসবিএসটিসির বৈঠক থেকে ফেরার পর তিনি অসুস্থ বোধ করেন এবং ২৪ মে থেকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। নমুনা পরীক্ষায় জানা যায় তিনি করোনা আক্রান্ত। তারপর থেকে তিনি সেখানেই চিকিৎসা চলছিল। দলীয় বিধায়কের সংকটাপন্ন পরিস্থিতি নিয়ে কয়েকদিন পূর্বেই মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে আশঙ্কা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রীর আশঙ্কা সত্যি পর্যবসিত হল।
He has left a void that will be difficult to fill. On behalf of all of us, heartfelt condolences to his wife Jharna, his two daughters, friends and well wishers. (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) June 24, 2020
চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়। বুধবার সকালে মাল্টি অর্গ্যান ফেলিওরের কারনে মৃত্যু হয় ফলতার বিধায়কের।
প্রয়াত সহ যোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে লেখেন,’ খুব দুঃখের ঘটনা। তিনবারের বিধায়ক এবং ১৯৯৮ সাল থেকে দলের কোষাধ্যক্ষ তমোনাশ ঘোষকে আজ আমাদের ছেড়ে চলে যেতে হল। তিনি দল ও জনতার স্বার্থে নিজেকে উৎসর্গ করেছিলেন। তাঁর শূণ্যস্থান পূরণ করা কঠিন হবে। আমাদের প্রত্যেকের তরফে তাঁর স্ত্রী ঝর্ণা ও দুই কন্যাকে সমবেদনা জানাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584