নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে গ্রামের বেশ কিছু এলাকা। ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই খবর পাওয়ার পরই মঙ্গলবার এলাকা পরিদর্শনে গেলেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে সমস্যা সমাধানের উদ্যোগ নেন তিনি। তরিঘরি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেন বিধায়ক এবং বিডিও।
এদিন ইংরেজবাজার ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জহরপুর গ্রামে বেহাল নিকাশি ব্যবস্থা পরিদর্শন করলেন বিধায়ক। এদিন তার সঙ্গে ছিলেন ইংরেজবাজার ব্লকের বিডিও, মালদহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিং, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা।
আরও পড়ুনঃ অনলাইনে খেতাব জিতে তাক লাগিয়ে দিল খুদে অদ্রীশ
এবিষয়ে বিধায়ক নিহার রঞ্জনবাবু জানান, বুধবার ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধিদল এলাকা পরিদর্শনে গিয়ে জল জমে থাকার কারণ দেখবেন।
পাশাপাশি কিভাবে এই জমে থাকা জল নিস্কাশন করা যায়, সেটাও খতিয়ে দেখা হবে। এরপরই পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আশা করছেন এই সপ্তাহের মধ্যেই সমস্যার সমাধান করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584