মন্ত্রীর সাথে বিতর্কের জেরে উধাও বিধায়কের নিরাপত্তারক্ষি অভিযোগ কংগ্রেসের

0
101

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ

পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বিধানসভায় ভরতপুরের বিধায়ক কমলেশ চ্যাটার্জী বাকবিতন্ডায় জড়িয়ে পড়ার পর থেকে ভরতপুরের বিধায়কের দেহরক্ষী বেপাত্তা।

MLA's bodyguard Disappeared
কমলেশ চ্যাটার্জী। নিজস্ব চিত্র

গত ৬ই সেপ্টেম্বর থেকে বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর পর্যন্ত টানা ছয় দিন ধরে বিধায়কের কোন দেহরক্ষী না থাকায় বহরমপুর বিধায়ক তথা বিধানসভার চিফ হুইপ মনোজ চক্রবর্তী বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে লিখিত ভাবে জানান এই ব্যাপারে কথা বলতে চান বিধানসভায় স্পিকার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে। তিনি বলেন, যেখানে কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস বাড়ির সামনে খুন হওয়ার পর সরকার বলেছিল কোন বিধায়কের দেহরক্ষী নিজের ইচ্ছে মতো ছুটি নিতে পারে না। সেখানে গত ছয় দিন ধরে ভরতপুরের বিধায়কের দেহরক্ষীর কোন পাত্তা নেই।

MLA's bodyguard Disappeared
সাংবাদিক সম্মেলনে কমলেশ চ্যাটার্জ্জী,মনোজ চক্রবর্তী। নিজস্ব চিত্র

কোন কিছু না বলে দেহরক্ষী বেপাত্তা। মনোজ চক্রবর্তী ও কমলেশ চ্যাটার্জী অভিযোগ করেন বিধানসভার শুভেন্দু অধিকারীর সঙ্গে বাকবিতন্ডায় হওয়ার কারনেই শাসক দলের অঙ্গুলী হেলনেই দেহরক্ষী বেপাত্তা হয়ে গিয়েছে। এই মহুর্তে কমলেশ চ্যাটার্জী খুন বা কোন কিছু হয়ে গেলে তার দায় নিতে হবে রাজ্য সরকারকে। কমলেশ নিজেও খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here