নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর পুরসভার গেট বন্ধ করে সেখানেই রান্না করে খাওয়া দাওয়া করে অবস্থান বিক্ষোভ করলেন পুরসভার অস্থায়ী কর্মীরা ।প্রসঙ্গত গত ২২শে জানুয়ারি থেকে অবস্থান বিক্ষোভ করছেন পুরসভার জল দপ্তর থেকে সাফাই কর্মী সহ বিভিন্ন অস্থায়ী বিভাগের কর্মীরা।
মূলত তাদের দাবি দীর্ঘদিন এই অস্থায়ী ভাবে কাজ করার পরও নূন্যতম বেতনে কাজ করতে হচ্ছে, অবিলম্বে রোজ ৩০০ টাকা বেতন করতে হবে। জিনিস পত্রের মূল্য বৃদ্ধির কারণেই এই দাবি ৷ এছাড়াও সঠিক সময়ে বেতন না পাওয়া ও বকেয়া বেতন মেটানোর জন্য এই আন্দোলন।
শুক্রবার সকাল থেকেই এই অস্থায়ী কর্মীরা মেদিনীপুর পুরসভার সামনে নিজেরা রান্না করে খাওয়া দাওয়া করেন। যদিও এই কর্মীদের দাবি যে তারা শান্তিপূর্ণ ভাবেই আন্দোলন করছেন এবং কোনোভাবেই কোনো সাধারণ মানুষের অসুবিধা করছেন না যারা পুরসভার কাজে আসছে ।
আরও পড়ুনঃ এনায়েতপুরে রাস্তায় পড়ে একগুচ্ছ ভোটার কার্ড-ফটো! চাঞ্চল্য
এছাড়াও এ বিষয়ে সকালে সদর মহকুমাশাসকের কাছে একটি ডেপুটেশন দেয় এই অস্থায়ী কর্মী সংগঠন। যদিও তাদের বিষয় টা দেখার আশ্বাস দেন মহকুমাশাসক বলে জানিয়েছেন সংগঠনের নেতা তপন মুখার্জী ৷ আগামীদিনে এই দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান সংগঠনের নেতৃত্ব থেকে কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584