নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
পুলিশ হেফাজতে এক গ্রামবাসীর মৃত্যুর খবর পেয়ে শনিবার সন্ধ্যায় বিহারের চম্পারনের বেলথার থানায় আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। অগ্নি সংযোগের ঘটনায় মৃত্যু হয়েছে একজন এএসআই-এর এমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে।
চম্পারন জেলার পুলিশ সুপার সংবাদ মাধ্যমের সামনে জানান, এই ঘটনায় প্রাণ হারিয়েছেন এক এএসআই, আহত হয়েছেন ১০ জন পুলিশ কর্মী। থানায় থাকা একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। এমনকি ময়নাতান্ড টাউনের সার্কল ইন্সপেক্টরের সরকারি গাড়িও জ্বালিয়ে দেন জনতা।
Bihar | Mob set Balther Police Station on fire in Bettiah of West Champaran after a man died in police custody, earlier today. Police confirmed the incident. pic.twitter.com/XXNHmGDr3u
— ANI (@ANI) March 19, 2022
ঘটনার সূত্রপাত, শনিবার সকালে হোলি উৎসব পালনের সময়। স্থানীয় বিডিও এবং সার্কল অফিসার থানায় অভিযোগ করেন একটি গাড়িতে তুমুল হই হল্লা করে ডিজে বাজানো হচ্ছে। অভিযোগ পেয়ে গাড়িটি আটক করে পুলিশ ও গাড়ির মালিক অনিরুদ্ধ কুমারকেও আটক করে থানায় নিয়ে যান পুলিশ কর্মীরা। এর কিছুক্ষণ পরেই অনিরুদ্ধ কুমারের মৃতদেহ উদ্ধার হয় থানার বাইরে থেকে।
আরও পড়ুনঃ কাগজ আমদানির পর্যাপ্ত ডলারেও টান তাই বন্ধ হল স্কুলের পরীক্ষা, চরম অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা
গ্রামবাসীদের অভিযোগ থানায় প্রচন্ড মারধোর করার ফলেই হেফাজতে মৃত্যু হয় তাঁর। এরপরেই জনরোষ আছড়ে পড়ে থানায়। উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয় থানায়। পরিস্থিতি আয়ত্বে আনতে পুলিশ লাঠি চালায় ও ১৫ রাউন্ড গুলিও চালিয়েছে বলে অভিযোগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584