নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
দেশের বিভিন্ন অংশে সিএএ-র প্রতিবাদে চলছে বিক্ষোভ। নতুন করে প্রতিবাদ আছড়ে পড়েছে রাজধানী দিল্লিতেও। লাল কিলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে প্রতিবাদীদের, যার মধ্যে রয়েছেন স্বরাজ ইন্ডিয়ার সভাপতি যোগেন্দ্র যাদব।
বিক্ষোভ-আন্দোলন ঘিরে কোনও গুজব বা উস্কানিমূলক বক্তব্য যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্যে আগাম সতর্কতা স্বরূপ বন্ধ করে দেওয়া হয়েছে এয়ারটেল এবং ভোডাফোন সংস্থার পরিষেবা।
আরও পড়ুনঃ সিএএ বিরোধী বিক্ষোভে রণক্ষেত্র দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন, আটক যোগেন্দ্র যাদব
কল ড্রপ এবং ইন্টারনেট বন্ধ হওয়ার অভিযোগে দিল্লির অশোক রোডের বাসিন্দারা এয়ারটেল সংস্থার থেকে নির্দেশ পান, সরকারি স্থগিতাদেশ মেনে তাদের ইন্টারনেট, ভয়েস, মেসেজ পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে। স্থগিতাদেশ উঠিয়ে নেওয়ার অনুমতি এলেই আবার পরিষেবা চালু হয়ে যাবে।
এর আগে ইন্দিরা গান্ধি সরকারের সময় ১৯৭৫ সালে এরকম পরিস্থিতি হয়েছিল। তখন সরকারের সমালোচকদের ধরে ধরে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল।
আরও পড়ুনঃ সিএএ বিরোধী প্রতিবাদ আন্দোলনে গ্রেফতার ইতিহাসবিদ রামচন্দ্র গুহ
বৃহস্পতিবার দিল্লির লাল কিলার কাছ থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়। সমাজকর্মী ও স্বরাজ অভিযানের নেতা যোগেন্দ্র যাদব বলেন যে হাজারখানেক বিক্ষোভকারীর সঙ্গে তাঁকে আটক করা হয় । তিনি জানান আরও ‘হাজার হাজার মানুষ পথে’ রয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584