স্বাভাবিক হচ্ছে প্রশাসনিক অবস্থা, কারগিলে চালু ইন্টারনেট-মোবাইল পরিষেবা

0
40

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

অগষ্টে কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫-এ ধারা নাকচ হওয়ার পর দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিধিনিষেধ আরোপ এবং ইন্টারনেট পরিষেবার বন্ধের ১৪৫ দিন পেরিয়ে গিয়েছে। এত দিন পরে শুক্রবার কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের কারগিলে ইন্টারনেট পরিষেবা ফের চালু করা হল।

kargil | newsfront.co
চিত্র সৌজন্যঃ ইকোনমিক টাইমস

জম্মু-কাশ্মীরের কর্মকর্তারা বলছেন, কারগিল জেলায় সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার কারণেই পরিষেবাগুলি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। তারা আরও জানিয়েছে, গত চার মাস ধরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পাশাপাশি স্থানীয় ধর্মীয় নেতাদের কাছে আবেদন করা হয়েছে যে পরিষেবার অপব্যবহার যাতে কোনওভাবেই না করা হয়।

আরও পড়ুনঃ যাত্রীবাহী ট্রেন ভাড়ায় পরিবর্তন, পূর্ব ইঙ্গিত রেলবোর্ড চেয়ারম্যানের

কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫-এ ধারা রদ হওয়ার পর সরকার জানিয়েছিল যে দেশের অন্যান্য রাজ্যগুলি যে সুযোগ-সুবিধা পেয়ে থাকে, এই রাজ্যের মানুষও যাতে সেই সুযোগ-সুবিধাগুলি ভোগ করতে পারে, তাই ওই রাজ্যের সামাজিক ও রাজনৈতিক আবহাওয়া স্থিতিশীল হওয়া প্রয়োজন।

জম্মু-কাশ্মীর থেকে রাজনীতিবিদদের গ্রেফতার, পর্যটকদের সরিয়ে নেওয়া, অতিরিক্ত সেনা মোতায়েন করা এবং ফোন-ইন্টারনেট পরিষেবা বন্ধের মতো বেশ কিছু সুযোগ-সুবিধা এতদিন তাই বন্ধ ছিল।

আরও পড়ুনঃ নতুন পদে অভিষেক প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমারের

গত মাসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে বলেছিলেন যে স্থানীয় প্রশাসনিক অবস্থা স্বাভাবিক হলেই ইন্টারনেট পরিষেবা চালু করা হবে। ইতিমধ্যেই কয়েকটি প্রতিরোধ ধীরে ধীরে শিথিল করা হয়েছে, যদিও কাশ্মীর উপত্যকায় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা এখনও বন্ধই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here