শ্যামল রায়, পূর্বস্থলীঃ
বৃহস্পতিবার পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে অটো মোবাইল রিপেয়ারিং এবং সার্ভিসিং প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হল।
শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত সমিতির অফিস কার্যালয়ের বিদ্যালয় পরিদর্শক অফিস ভবনে এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক। উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ বলা, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পরিমল দেবনাথ, পূর্বস্থলী এক নম্বর ব্লকের ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোগের আধিকারিক বিশ্বজিৎ রায়, প্রশিক্ষক তরুণ দাস প্রমুখ।
আরও পড়ুনঃ শ্রম দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরে মোবাইল ট্যাবলো
অনুষ্ঠানেহাতে কলমে কাজ শিখে উপার্জনশীল হতে শিক্ষিত বেকারদের কাছে আবেদন জানালেন সমিতির সভাপতি দিলীপ মল্লিক।সমষ্টি উন্নয়ন আধিকারিক নিতিশ বালা জানিয়েছেন যে এই ধরনের প্রশিক্ষণ নিয়ে তারা নিজেরা গ্যারেজ করলে সরকারের তরফ থেকেও ঋণের ব্যবস্থা রয়েছে।
আই ডি ও বিশ্বজিৎ রায় জানিয়েছেন যে প্রশিক্ষণের মেয়াদ ৯০দিন।
উল্লেখ্য,পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে মোট ২৫ জন এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584