“বিবেকবিকাশ”-এর মাধ্যমে ছেলেমেয়েদের হাতে মডেল অ্যাক্টিভিটি টাস্ক

0
117

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

করোনার কারণে লকডাউন গোটা দেশ। লকডাউনের ফলে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। প্রাইভেট কোচিংও বন্ধ। আর এসব বন্ধের কারণে বিশেষ করে পাড়াগাঁয়ের ছেলেমেয়েদের পড়াশুনার গতিও মন্থর। এমতাবস্থায় পড়াশুনায় গতি আনতে মধ্যশিক্ষা পর্ষদ ছেলেমেয়েদের জন্য বাংলার শিক্ষা পোর্টালের মাধ্যমে কিছু মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছেন।

student |newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ নিজের জমানো অর্থের লক্ষ্মীর ভাঁড় পুরপিতার হাতে দিল ছোট্ট অহনা

কিন্তু পাড়াগাঁয়ের অভিভাবকেরা খুব একটা সচেতন নন। যার ফলে পর্ষদ কি টাস্ক ছেলেমেয়েদের দিয়েছেন, সে সম্পর্কে মোটেও ওয়াকিবহাল নন তারা। অনেকের বাড়িতে তো সে সব দেখার উপযুক্ত মোবাইলও নেই। সেজন্য “বিবেকবিকাশ”নামক একটি গ্রামীণ শিক্ষা বিস্তারমূলক সংস্থার কিছু সদস্য পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের মধুপুর বীণাপাণি হাইস্কুলের পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন গ্রামের গৃহবন্দী একশ জনের মত ছেলেমেয়ের হাতে পর্ষদের প্রশ্নগুলো জেরক্স করে পৌঁছে দিল।

girl |newsfront.co
নিজস্ব চিত্র

পড়াশুনায় তাগিদ ও উৎসাহ হারাতে বসা ছেলেমেয়েরা সমস্ত বিষয়ের একসেট টাটকা প্রশ্নপত্র হাতে পেয়ে উৎফুল্ল। ছেলেমেয়েদের বলা হল, প্রশ্নের উত্তরগুলো সব বিষয়ভিত্তিক আলাদা আলাদা খাতায় লিখে রাখতে এবং বিদ্যালয় খুললেই শিক্ষকমশাইদের কাছে জমা দিতে। কোনো অবস্থাতেই তারা যেন বাড়ির বাইরে না বের হয়, সে সম্পর্কেও সচেতন করা হল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here