শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় গ্রাম্য প্রাথমিক স্কুলে আধুনিক শ্রেণীকক্ষ

0
155

নিজস্ব সংবাদদাতা, কোলাঘাটঃ

প্রত্যন্ত গ্রামে ডিজিটাল ক্লাসরুম,সাজানো গোছানো বিদ্যালয় প্রাঙ্গন,শৃঙ্খলাপরায়ন ছাত্রছাত্রী।না এটা কোনো বেসরকারি স্কুলের চিত্র নয়।এটি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের মুকাডাঙ্গী প্রাথমিক বিদ্যালয় দৃশ্য।আর এই সমস্ত কিছুই সম্ভব হয়েছে স্কুলের শিক্ষক মহাশয়দের ঐকান্তিক প্রচেষ্টায়।১৯৪৭ সালে কোলাঘাটের প্রত্যন্ত মুকাডাঙ্গী গ্রামে
এই স্কুলটির পথ চলা শুরু।নয় নয় করে এখন ছাত্র ছাত্রীর সংখ্যা ১১৩।বিগত বছরগুলোর তুলনায় ছাত্র সংখ্যা বেড়েই চলেছে,অভিভাবক রাও চাইছেন তাদের ছেলেমেয়েদের এই স্কুলে ভর্তি করতে। আজ শিক্ষক দিবসে সেই শিক্ষকদের কুর্নিশ জানাই এলাকাবাসী।

modern classroom
আধুনিক শিক্ষার হাতেখড়ি। নিজস্ব চিত্র

এই বিদ্যালয়ের
শিক্ষকরা বুঝতে পেরেছিলেন যদি অডিও ভিসুয়ালের মাধ্যমে শিক্ষা দেওয়া যায় তাহলে ছাত্রছাত্রীরা আরো ভালো ভাবে পড়া বুঝতে পারবে।তার জন্য চাই ডিজিট্যাল ক্লাসরুম।শিক্ষা সংসদ থেকে একটি ক্লাসের জন্য ডিজিট্যাল সিস্টেম পাওয়া গিয়েছিল কিন্তু বাকি ক্লাসগুলোর জন্য শিক্ষক মহাশয়রা নিজেরা ব্যাক্তিগত ভাবে টাকা দিয়ে ডিজিট্যাল সিস্টেম কিনেছেন।আর সেই কারনেই এখানে সমস্ত ছাত্র ছাত্রীরা ডিজিট্যালের মাধ্যমে শিক্ষা পাচ্ছে।এর সাথে সাথে ছাত্র ছাত্রীদের সুশৃঙ্খলা পরায়ন করে তোলার জন্য দিনটা শুরু করে মনীষীদের ছবিতে একে একে প্রনাম করে।ছাত্রদের প্রচেষ্টায় স্কুলের সামনে একটি ছোট্ট বাগান তৈরি হয়েছে।বাগানের পরিচর্চাও করে ছাত্রছাত্রীরাই।পথ নিরাপত্তা সচেতনতার জন্য বিদ্যালয়ের চারদিকে টাঙ্গানো রয়েছে সেফ ড্রাইভ সেভ লাইফ এর চিত্র। আবার ছাত্র ছাত্রীদের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী,পরিবেশ মন্ত্রী,স্বাস্থ্যমন্ত্রী,যারা সমস্ত কিছুই দেখাশোনা করে।প্রত্যেকদিন রুটিন করে হয় ছবি আাঁকার ক্লাস,গানের ক্লাস,নাচের ক্লাস। প্রাইভেট স্কুলগুলির জন্য
দিন দিন প্রাথমিক স্কুল গুলোতে ছাত্রছাত্রী সংখ্যা কমছে।রাজ্য সরকারের পাশাপাশি এই বিদ্যালয়ের মত পঠন পাঠনের পদ্ধতি যদি সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা করে তাহলে শ্রীবৃদ্ধি পাবে প্রাথমিক স্কুল গুলি।

আরও পরুনঃ শিক্ষক দিবসের প্রাক্কালে মূখ্যমন্ত্রীর নিকট প্রাণ ভিক্ষার আর্তি প্রধান শিক্ষকের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here