নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
৫ ই মে ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করবেন।কেন্দ্র থেকে চুড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পরেই ঝাড়গ্রাম স্টেডিয়াম মাঠটি ঠিক করেন জেলা নেতৃত্ব।প্রধানমন্ত্রী ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে আসবেন ঝাড়গ্রামে।
অন্যদিকে ওই দিনেই ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ীতে তৃণমূলের প্রার্থী বীরবাহা সরেনের সমর্থনে সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।একই দিনে দু’দুটি ভিভিআইপির সভা থাকায় যথেষ্ট চাপের মুখে পড়বেন প্রশাসন।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর জনসভা ঘিরে জোর প্রস্তুতি দাঁতনে
একদিকে প্রধানমন্ত্রী অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সভা তার আগে তীব্র রোদ উপেক্ষা করে দিনভর চলছে সভার প্রস্তুতি। ঝাড়গ্রাম জেলায় এখন ভোট প্রচার একেবারে তুঙ্গে।দুই দলই জোর কদমে প্রচার ও প্রস্তুতি শুরু করেছে।কর্মীদের ব্যস্ততা আছেই সাথে প্রশাসনিক কর্মকর্তাদের ব্যস্ততা এখন তুঙ্গে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584