নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
১২ জানুয়ারি কলকাতায় পোর্ট ট্রাস্টের ১৫০ তম বর্ষপূর্তির অনুষ্ঠান উপলক্ষে এক মঞ্চে উপস্থিত থাকতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল সাড়ে ১০টায় এই অনুষ্ঠানের শুরু।
সাম্প্রতিক কালে এনআরসি, সিএএ, এনপিআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করেছেন বহুবার। রাজ্যে এনআরসি হতে দেওয়া যাবে না এবং সিএএ-র মতো অসাংবিধানিক আইনের বিরুদ্ধে উচ্চগ্রামে একাধিকবার বিরোধিতা করে এসেছেন তৃণমূল সুপ্রিমো। এই পরিস্থিতিতে একই মঞ্চে দুই নেতার উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে।
আরও পড়ুনঃ দত্তপুকুরে সংঘর্ষের ঘটনায় বন্ধ ইন্টারনেট, জারি ১৪৪ ধারা
সংসদে অনুপ্রবেশকারী বিতাড়িত করার দাবিতে ২০০৫ সালে মমতা স্পিকারের উদ্দেশে একতাড়া কাগজ ছুঁড়েছিলেন বলেও মনে করিয়ে দিয়েছিলেন মোদি। কিন্তু বিজেপির ওই ভিডিয়োকে ভুয়ো বলে দাবি করেছিলেন তৃণমূল নেত্রী। ঠিক এই সময়ে মোদী-মমতা একমঞ্চে হওয়ায় অধীর আগ্রহে রয়েছে আমজনতা থেকে রাজনৈতিক মহল।
যদিও এটি একটি সরকারি অনুষ্ঠান, তবুও এই সমাবেশ নিয়ে অন্য রকমের আগ্রহ শুরু হয়েছে ভক্ত থেকে বিরোধীদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584