প্রধানমন্ত্রী কার্যকালে প্রথম সাংবাদিক বৈঠকে মোদী,নজিরবিহীন মত রাহুলের

0
113

নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ

First press conference in the pm office
সাংবাদিক সম্মেলনে মোদী শাহ।ছবিঃএএনআই

সপ্তম তথা শেষ দফা ভোটের আগে দিল্লিতে দলের সদর কার্যালয়ে প্রধানমন্ত্রী কার্যকালের বিগত পাঁচ বছরে এই প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী।আজকের সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদীর সাথে উপস্থিত ছিলেন দলের সভাপতি অমিত শাহ ও অন্যান্য শীর্ষ নেতৃত্ব।আগামী রবিবার ১৯ মে সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোট গ্রহণ।ফলাফল আগামী ২৩ মে।একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পুনর্বার সরকার গঠনে আশাবাদী মোদী-শাহ।

First press conference in the pm office
সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী।ছবিঃএএনআই

এদিন আবারও সেই কথা স্পষ্ট করে দিলেন বিজেপির দুই শীর্ষ নেতৃত্ব।নরেন্দ্র মোদী দাবি করেন,”আমরা দ্বিতীয় বার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসব।”

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন ,”২৩ তারিখের পর আপনারা ছুটি পাবেন। আমরাও অনেকটা স্বস্তি পাব। খুব ভাল ভোট হয়েছে। আপনাদের মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ জানাতেই এসেছি।”

এরপরে কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন,”আগে কে নেতা হবে তা পরিবার ঠিক করত,এখন মানুষই তা ঠিক করে।এখন দেশবাসী সরকার নির্বাচন করে।”

গত পাঁচ বছরে বিজেপির কার্য প্রসঙ্গে বিরোধীদের নিশানা করে তিনি বলেন ,”গত দু’বারের নির্বাচনে আইপিএল হতে পারেনি দেশে।যখন মজবুত সরকার এল,তখন আইপিএল, রমজান, স্কুলের পরীক্ষা সব শান্তিপূর্ণ ভাবে হতে শুরু করল।”

এদিন বিজেপি সভাপতি অমিত শাহ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন,’দেড় বছরে বাংলায় ৮০ জন বিজেপি কর্মী খুন হয়েছেন, অথচ মমতাদি কোন কথা বলেননি।আমরা যদি হিংসা করি,তাহলে অন্য রাজ্যে কেন কোনও হিংসা হচ্ছে না?”

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পোস্টকার্ড যুব মোর্চার

উল্লেখ, আজ একই দিনে সাংবাদিক সম্মেলন করে রাহুল গান্ধী।মোদীকে কটাক্ষ করে রাহুলের বক্তব্য,”প্রথমবার সাংবাদিক বৈঠকে বসেছেন মোদী,এটা নজিরবিহীন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here