নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ
বিগত পাঁচ বছরে এই প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বহুদিন ধরেই তার সাংবাদিক সম্মেলন না করা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।অবশ্য তিনি সাংবাদিক সম্মেলনে কবে আসবেন? অদূর ভবিষ্যতে আদৌও আসবেন কিনা?তা নিয়ে কৌতুহল ছিল যথেষ্ট।
কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে আজ তিনি যখন প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এড়িয়ে গেলেন প্রশ্ন।ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সাংবাদিক সম্মেলন নিষ্ফল অনুষ্ঠানের নামান্তর।এদিনের সাংবাদিক সম্মেলন চলাকালীন সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি প্রধানমন্ত্রী।
তিনি জানান,তিনি নিয়ম-শৃঙ্খলার অনুসারী।তার মতে,দলের সভাপতিই সব। এই কথা বলে তিনি পরোক্ষভাবে বুঝিয়ে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন উত্তর পর্ব চলাকালীন অমিত শাহ কর্তৃক প্রদত্ত উত্তরই তার উত্তর।
সাংবাদিকরা যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একের পর এক প্রশ্ন করতে থাকেন তখন দলের সভাপতি অমিত শাহ জানান তার প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই।প্রধানমন্ত্রীকে করা প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিজেই দেন অমিত শাহ।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী কার্যকালে প্রথম সাংবাদিক বৈঠকে মোদী,নজিরবিহীন মত রাহুলের
তবে ঠিক কি কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংবাদিকদের প্রশ্ন গুলিকে এড়িয়ে গেলেন তা স্পষ্ট নয়।যদিও বহু পূর্ব থেকেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সাংবাদিকদের মুখোমুখি না হওয়া নিয়ে একাধিক জল্পনা রয়েছে।উঠছে প্রশ্ন তবে কি সত্যিই যে সাংবাদিকদের ফেস করতে ভয় পান ছাপান্ন ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584