বাচনভঙ্গিতে ভাইরাল হওয়া মোদী স্তুতি গাওয়া রিনা দেবী ডাক পেলেন শপথগ্রহণে

0
4737

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

Modi called Rina Devi In the oath
নিজস্ব চিত্র

আধা বাংলা আধা হিন্দির মিশ্রিত মোদীর গুজরাট স্তুতির মজাদার সাক্ষাৎকারের ভাইরাল হওয়া ভিডিওর সাক্ষাৎকারদাত্রী রায়গঞ্জের রিনা দেবী ডাক পেলেন মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে।

Modi called Rina Devi In the oath
আহমেদাবাদের সভায় মোদীর ব্যক্তব্যে রিনা দেবীর কথা।নিজস্ব চিত্র

উত্তর দিনাজপুরের গণ্ডগ্রামের থেকে রিনা দেবীর বক্তব্য পৌঁছে গিয়েছে স্বয়ং মোদিজির স্মার্ট ফোনে। ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে রায়গঞ্জের শ্যামপুর মোড় এলাকার রিনা সাহা
নিজে কাস্তে হাতুড়ির সমর্থক কিন্তু নরেন্দ্র মোদীর গুজরাটের উন্নয়নকে মডেল হিসেবে দেখেন।

রিনা সাহার ভাইরাল ভিডিও তে বলেন,”হাম কাস্তে-হাতুড়ি-তারা হ্যায়। কিন্তু মোদী সরকার মে সাপোর্ট করতা হয়।’’

Modi called Rina Devi In the oath
নিজস্ব চিত্র
Modi called Rina Devi In the oath
রিনা দেবীর বাড়ির সামনে লাল ঝান্ডা।নিজস্ব চিত্র

ভাইরাল ভিডিয়োটিতে ভাঙা হিন্দিতে রিনা জানান, গুজরাতে গিয়ে স্বচক্ষে দেখে এসেছেন উন্নয়ন।কাকে ভোট দিলেন?রিনা বলেছিলেন, তিনি বৈষ্ণব।কাস্তে হাতুড়ি তাঁর গোবিন্দ। তাই নিজে ভোট দিতে পারেননি। কিন্তু পরিচিতদের বলেছেন মোদীকে ভোট দিতে। রিনার পরিবার বরাবরই সিপিএম সমর্থক।তিনিও ছোটবেলা থেকেই সিপিএমের সমর্থক।

অন্য কাউকে ভোট দেওয়ার কথা ভাবতেই পারেন না। কিন্তু গুজরাতের উন্নয়ন দেখে বন্ধু ও পরিচিতদের বিজেপিকে ভোট দিতে বলেছেন।রবিবার আমদাবাদে সেই ভিডিয়োটির প্রসঙ্গ তোলেন খোদ নরেন্দ্র মোদী। রায়গঞ্জের দেবীনগর শ্যামপুর মোড় এলাকার রিনা সাহা সংবাদ মাধ্যমকে বলেন ‘ভুল কিছু বলিনি। দেশ জুড়ে নির্বাচনে বিজেপির সাফল্য আমার বক্তব্যকে প্রতিষ্ঠিত করেছে। মোদী কী বলেছেন, জানি না। তবে উনি আমার এই ভিডিয়ো দেখে থাকলে আমি গর্বিত। এখনও বলছি, গুজরাতের মতো এ রাজ্যে উন্নয়ন হতে আরও ১০০ বছর লাগবে।’

আরও পড়ুনঃ সিকিমে ধসে আটকে ৫৮ পর্যটক

রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী রিনা দেবীর ছেলে পিয়াল সাহা বলেন আমাদের পরিবারের সকলে বামপন্থী।কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এ রাজ্যে উন্নয়ন ও সুশাসনের স্বার্থে মা ঠিকই বলেছেন। এত দিন আমরা প্রকাশ্যে কিছু বলিনি।কিন্তু ভোটের রায় বিচার করে বলতে আর সমস্যা নেই।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here