ওয়েবডেস্কঃ
সোশ্যাল মিডিয়ায় প্রচার ও জনপ্রিয়তার জন্য গত পাঁচ বছরে মোদি সরকার প্রায় ৩০০০ কোটি টাকা ব্যয় করেছে বলে খবর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আওতায় থাকা “ব্যুরো অফ আউটরিচ এন্ড কমিউনিকেশন ” এর করা আরটিআই রিপোর্ট অনুযায়ী ।
ওই আরটিআই রিপোর্ট সূত্রে জানা গেছে যে গত পাঁচ বছরে সর্বভারতীয় রেডিও, সোশ্যাল মিডিয়া তথা ইন্টারনেটের মাধ্যমে সরকারের বিভিন্ন স্কিমের বিজ্ঞাপন, বিভিন্ন নিয়োগের নোটিশ , মেসেজ , থিয়েটার ও টিভি এই জাতীয় অন্যান্য বিভিন্ন খাতে ব্যয় বাবদ মোট ২৩৭৪ কোটি টাকা খরচ করেছে কেন্দ্র সরকার।
বিশিষ্ট আমলা সঞ্জীব চাতুর্ভেদির করা আরটিআই রিপোর্টের উত্তর অনুযায়ী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, টেলিভিশন ও রেডিও সহ ইলেকট্রনিক মিডিয়াতে গত ২০১৪-১৫ আর্থিক বছরে মোট ৪৭০.৩৯ কোটি , ২০১৫-১৬ আর্থিক বছরে ৫৪১.৯৯ কোটি, ২০১৬-১৭ তে ৬১৩.৭৮ কোটি , ২০১৭-১৮ আর্থিক বর্ষে ৪৭৪.৭৬ কোটি এবং ২০১৮ এর এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ২৭৩.৫৪ কোটি টাকা খরচ হয়েছে।
ব্যুরো অফ আউটরিচ এন্ড কমিউনিকেশনের করা আরটিআই রিপোর্ট অনুযায়ী আরো জানা যায় যে ২০১৪ সাল থেকে ২০১৮ সালের ২৬ নভেম্বর পর্যন্ত বাড়তি আরও ৬৭০ কোটি টাকা বিদেশে জনপ্রিয়তার খাতে ব্যয় করা হয়েছে।
আরও পড়ুনঃউদ্বোধনের পরের দিনই বিকল মোদীর ‘বন্দে ভারত এক্সপ্রেস’
এর মধ্যে ২০১৪-১৫ অর্থবছরের ৮১.২৭ কোটি,২০১৫-১৬ অর্থবছরে ১১৮.৫২ কোটি,২০১৬-১৭ সালে ১৮৬.৩৭ কোটি এবং ২০১৭-১৮ বর্ষে ২০৮.৫৪ কোটি টাকা ব্যয় হয়েছে । আর বাকি ৭৫.০৮ কোটি টাকা খরচ হয়েছে ২০১৮ এর এপ্রিল থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ।
২০০৯ থেকে ২০১৪ সালের মে মাস পর্যন্ত কংগ্রেস আমলে আউটডোর পাবলিসিটি বাবদ মোট ২২২.১৫ কোটি টাকা খচর হয়েছে বলে দাবি ব্যুরো রিপোর্টের । সেই জায়গায় আউটডোর পাবলিসিটি খাতে মোদি সরকারের পাঁচ বছরের মোট খরচ ৬৭০ কোটি টাকা।
(ফিচার ছবি-dbpost.com)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584