উচ্চবর্ণের গরীবদের সংরক্ষণ দিতে আজ মোদী সরকারের বিল পেশ

0
186

ওয়েবডেস্কঃ

উচ্চশিক্ষা এবং সরকারি চাকরির ক্ষেত্রে আর্থিক ভাবে পিছিয়ে থাকা উচ্চবর্ণের সাধারণ শ্রেণীর জন্য থাকবে ১০ শতাংশ সংরক্ষণ- এমনটাই ঘোষণা মোদী মন্ত্রিসভার । সূত্রের খবর আজ মঙ্গলবার সংসদে এই বিল পেশ হতে চলেছে ।

কীভাবে এই দরিদ্র শ্রেনীদের বাছাই করা হবে তাও স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা । তাদের বক্তব্য অনুযায়ী এই সুবিধা পাবে শুধুমাত্র যাদের বার্ষিক আয় ৮ লক্ষের কম , মোট জমির পরিমাণ পাঁচ হেক্টরের কম এবং সেই সাথে ফ্ল্যাটের আয়তন ১০০০ স্কোয়ার ফুটের কম ।

দরিদ্র শ্রেণীর সাধারণের সংরক্ষণ নিয়ে প্রায় দীর্ঘ সময় ধরে এই দাবি উঠে এসেছে বারংবার । তাই শুধু জাত- ধর্ম বা বর্ণ এর নিরিখে নয় , নির্দিষ্ট শর্তের ভিত্তিতে এবার এই সুযোগ পেতে পারে যে কেউ ।

সাম্প্রতিক পাঁচ রাজ্যে নির্বাচনে বিজেপির ভরাডুবির পর ভোটের আগে মোদী সরকারের এই ঘোষণাকে কেন্দ্র করে বিরোধী শিবিরে রাজনৈতিক তরজা তুঙ্গে । কংগ্রেস সহ বিভিন্ন দল এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিকে । বিরোধীদের দাবি লোক সভা ভোটের আগে মধ্যবিত্তের মন জয় করতে এটা নামমাত্র ঘোষণা কেন্দ্র সরকারের ।

সংসদে এই বিল পেশ হলেও তা আদৌ সাংবিধানিক বৈধতা পাবে কিনা, সে নিয়ে এখনও জল্পনা কাটেনি । আবার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সব মিলিয়ে মোট সংরক্ষণের পরিমাণ ৫০ শতাংশ পার করা যাবেনা । তাই অংকের হিসাবে কেন্দ্র সরকারের এই ঘোষণা কতটা ফলপ্রসূ হবে তা আপাতত প্রশ্নের মুখে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here