পিয়ালী দাস,বীরভূমঃ
বাংলায় দিদির সূর্য অস্ত যেতে চলেছে,তাই গুন্ডারাজ চালাচ্ছে৷আসন টলমল,তাই দিদি ভয় পাচ্ছে৷২৩ মে আরও একবার ক্ষমতায় আসবে মোদি সরকার৷ওইদিন থেকে তৃণমূলের অত্যাচারী শাসন শেষের কাউন্টডাউন শুরু হয়ে যাবে৷’’ বোলপুরের ইলামবাজারের জনসভা থেকে ঠিক এই ভাষাতেই তৃণমূল সরকারকে আক্রমণ শাষালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷তাঁর বিদেশ সফর নিয়ে বিভিন্ন জনসভাতে যে সমালোচনার ঝড় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিনের সভা থেকে সমালোচনাকেই হাতিয়ার করেন মোদি৷পালটা চালে কড়া জবাব দেন তৃণমূল নেত্রীকে৷
এদিনের বক্তৃতার সিংহভাগ অংশেই শাসকদলের বিরুদ্ধে গুন্ডারাজ ও তোলাবাজি চালানোর অভিযোগে সরব হন প্রধানমন্ত্রী৷তিনি অভিযোগ করেন,‘‘দিদির গুন্ডাতন্ত্রের শক্তি থাকলে,আমাদের লোকতন্ত্রের শক্তি রয়েছে৷ দিদি যত সমস্যা তৈরি করবে, গুন্ডাগিরি চালাবে,ততই বাংলায় পদ্ম ফুটবে৷ক্ষমতায় এসে তৃণমূলের গুন্ডারাজকে দূর করব’ই৷’’এদিনের সভা থেকে আবারও মুখ্যমন্ত্রীকে ‘স্পিড ব্রেকার’বলে কটাক্ষ করেন তিনি৷ জানান,বাংলার উন্নয়নের স্পিডে ব্রেক লাগিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷কেবল বর্তমানই নয়,বাংলার মানুষের ভবিষ্যৎ নিয়েও খেলা করছেন তিনি৷
প্রধানমন্ত্রীর অভিযোগ, ‘‘বাংলায় যেকোনও কাজ করতে গেলেই তৃণমূলের নেতাদের তোলা দিতে হয়৷ঘুষ ছাড়া বাংলায় কোনও কাজই হয় না৷’’
বিদেশ সফর নিয়ে বারবারই বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হচ্ছে প্রধানমন্ত্রীকে৷ কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল,সমস্ত বিরোধী দলও মোদির বিরুদ্ধে একে শক্ত হাতিয়ার হিসাবে ব্যবহার করছে৷ইলামবাজারের জনসভা থেকে এদিন বিরোধীদের সেই সমালোচনাকেই হাতিয়ার করেন মোদি৷ উত্তরে বলেন, ‘‘দিদি বলছেন,চাওয়ালা পাঁচবছরে কেবল বিদেশ যাত্রা করছে৷কিন্তু আজ সমগ্র বিশ্ব ভারতের ক্ষমতা দেখতে পাচ্ছে৷ কারণ,ওই বিদেশ যাত্রার জন্যই ভারতের বলিষ্ঠ আওয়াজ বিশ্বের দরবারে পৌঁছে যাচ্ছে৷ পাঁচ বছর আগে কারও সমর্থন পেতে গেল দম ফুরিয়ে যেত৷ আজ সবাই ভারতের পাশে রয়েছে৷ আগে যে দেশ বেশি দামে তেল ও গ্যাস বিক্রি করত৷এখন তারা কম দামে ভারতকে গ্যাস ও তেল দিচ্ছে৷’’
আরও পড়ুনঃ তৃণমূল কথার অর্থ ‘তুষ্টিকরণ’ খড়গপুরের জনসভায় নির্মলা
এখানেই শেষ নয়,তাঁর বিদেশ যাত্রার আরও বেশকিছু সুফল এদিনের সভায় উপস্থিত মানুষের সামনে তুলে ধরেন তিনি৷ জানান, বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছে ভারত৷ সেই ব্যাংকগুলিতে কোনও ভারতীয় কালো টাকা জমা করলেই, সেই ‘রিয়েল টাইম ইনফরমেশন’ চলে আসবে ভারতের কাছে৷ সম্প্রতি প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ নাগরিক সম্মান দিয়েছে সৌদি আরব৷ এবং সেই বিষয়েও বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে নরেন্দ্র মোদিকে৷ এদিন সেই সমস্ত সমালোচনার জবাব দেন তিনি৷ জানান, ভারতের সঙ্গে বন্ধুত্বের কারণেই সেদেশের জেলে বন্দি আটশো ভারতীয়কে মুক্তি দিয়েছে সৌদি আরব৷ হজ যাত্রীদের কোটা বাড়ান হয়েছে৷ আফগানিস্তানে জঙ্গিদের দ্বারা অপহরণ হওয়া একটি বাঙালি মহিলাকে কেন্দ্রীয় সরকার জঙ্গি ডেরা থেকে উদ্ধার করেছে এনেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী৷ এছাড়া প্রত্যেক জনসভার মতোই এদিনও প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ‘‘বাংলার সরকার দুর্গাপুজো, সরস্বতী পুজো, রাম নবমী পালন করতে দেয় না৷ কিন্তু সৌদি আরবে হিন্দু মন্দির তৈরি হচ্ছে৷’’ এছাড়া তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে চলা সীমাবিবাদ মিটিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার৷ সার্জিক্যাল স্ট্রাইক করে জঙ্গিদের ঘরে ঢুকে মারা হয়েছে৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584