ওয়েব ডেস্ক,নিউজফ্রন্টঃ
“চৌকিদার চোর হ্যায় ।”আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এই এক মন্তব্যে কাবু করে রেখেছিলেন বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্বদের । রাফাল মামলা সংক্রান্ত দুর্নীতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী মোদি কে কটাক্ষ করতে কংগ্রেস “চৌকিদার চোর হ্যায়” স্লোগানকে অস্ত্র করেছিল ।
পাল্টা জবাব দিতে মাঠে নামে বিজেপি ।
শনিবার নিজের টুইটার থেকে মোদি বলেন “ম্যাঁয় ভি চৌকিদার হুন ।” সাথে বার্তা দেন ,”আপনাদের চৌকিদার নিজের অবস্থানে অনড় এবং দেশসেবায় নিবেদিত প্রাণ।”
আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইক ২ এর পরেও শহীদ বাবলু সাঁতরার স্ত্রী’র প্রশ্নের মুখে মোদি সরকার
আর এবার নিজের টুইটার একাউন্টের নামই বদলে ফেললেন প্রধানমন্ত্রী মোদী। একাউন্টের নাম বদলে রাখলেন “চৌকিদার নরেন্দ্র মোদি ।”
পাশাপাশি তিনি টুইট করেন “দুর্নীতি, অপরিচ্ছন্নতা, সামাজিক অন্যায়ের বিরুদ্ধে যাঁরাই লড়াই করছেন, তাঁরা সকলেই চৌকিদার। ভারতের বিকাশের জন্য যাঁরা কঠিন পরিশ্রম করছেন, তাঁরা সবাই চৌকিদার। আজ প্রত্যেক ভারতবাসী নিজেদের সম্পর্কে বলছেন, ম্যাঁয় ভি চৌকিদার।”
মোদির পথ অনুসরণ করেছেন বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্তের একাংশ । বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, মন্ত্রী পীযূষ গোয়েল, জে পি নাড্ডা ও মীণাক্ষী লেখি রাও তাদের টুইটার অ্যাকাউন্টে নিজেদের নামের আগে “চৌকিদার” কথাটি ব্যবহার করেছেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584