মনিরুল হক,কোচবিহারঃ
প্রথম দফার ভোট প্রচারের শেষলগ্নে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অল আউট আক্রমণে গেলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নরেন্দ্র মোদীর সভার ২৪ ঘণ্টার মধ্যে কয়েক মিটার দূরে বাঁধা কোচবিহারের জনসভা মঞ্চ থেকে তাঁকে তীব্র আক্রমণ শানালেন মমতা।যা পৌঁছে গেল ব্যক্তিগত স্তরে।
এদিন রাসমেলা ময়দানে বক্তব্য রাখতে গিয়ে সম্পূর্ণ অন্য সুরে মোদীকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নিজের স্ত্রীকে দেখেনি,আপনি পরিবারের কথা বলছেন?যে নিজেদের পরিবারকে মানে না,সে দেশকে কীভাবে দেখবে ?”
এদিন মঞ্চে ওঠার আগেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবেন৷ দিলেনও তাই৷
আক্রমণাত্মক ভঙ্গিতে এদিন রাসমেলার জনসভায় মোদীকে কটাক্ষ করে বলেন “পাঁচ বছরে শুধু ঘুরে বেড়িয়েছেন নরেন্দ্র মোদী৷ আজ মানুষের কাছে কোন মুখে ভোট চাইতে আসেন? আমি যা কাজ করেছি,তার এক শতাংশও করেছেন উনি? মানুষকে এর জবাব দিতে হবে৷”তিনি আরও বলেন “বিপুল ঋণে মানুষকে ডুবিয়েছেন মোদী৷তিনি এক্সপায়ারি প্রধানমন্ত্রী৷ ঔদ্ধত্যবাদী,ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী৷উত্তরবঙ্গের জন্য কী করেছেন তিনি? হলদিবাড়ি নিউজলপাইগুড়ি প্যাসেঞ্জার ট্রেন আমি রেলমন্ত্রী থাকার সময়ে চালু করেছিলাম৷উত্তর কন্যা, কাঞ্চনকন্যা,শতাব্দী আমি রেলমন্ত্রী থাকাকালীন চালু হয়েছিল৷মানুষ বলছে চৌকিদার চোর হ্যায়৷আসল চৌকিদার চাই,নকল চাই না৷’
“দেশে নাকি মোদী সুশাসন আনবে,তারা দুর্যোধন আর দু:শাসন৷এই দুজনে মিলে দেশটাকে শেষ করে দিচ্ছে৷” কটাক্ষ মমতার৷এনআরসি চালু করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন “যতই চেষ্টা কর মোদী বাবু, আর হবে না৷একবার ভুল করে হয়ে গিয়েছিল,আর ফিরতে পারবে না৷মোদীবাবুর বিনাশ কালে বুদ্ধিনাশ হয়েছে৷ গোরক্ষার নামে তাণ্ডব চালায় আরএসএস৷সোশ্যাল মিডিয়ায় নজরদারি চলছে৷”
অসম থেকে ৪০ লক্ষ বাঙালি তাড়িয়েছেন মোদী বলে অভিযোগ তৃণমূল নেত্রীর৷ মোদীর আমলে ১২ হাজার কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে৷ দিল্লির কোনও নেতা কোচবিহারকে হেরিটেজ টাউন হিসেবে ঘোষণা করেনি৷ কিন্তু ছিটমহলের সমস্যা মিটিয়েছে তৃণমূল সরকার৷”
তৃণমূলত্যাগী নেতাদের কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যঙ্গ করে বলেন, “তৃণমূল তাড়িয়ে দিয়েছে যাকে,তাঁকে টিকিট দিয়েছে বিজেপি৷নাটক করে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী৷ ২০১৪ সালেও বলেছিলেন সারদা নারদা,ওসব ভয় তৃণমূল পায় না৷নারদার প্রধান অভিযুক্তকে দলে জায়গা দিয়েছে খোদ বিজেপি৷”
আরও পড়ুনঃ কোচবিহারে সারদা তদন্তের অগ্রগতি নিয়ে মোদীকে প্রশ্ন মমতার
এদিনের সভায় হাজির ছিলেন, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ,বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ, তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী, বিধায়ক মিহির গোস্বামী,উদয়ন গুহ, ফজলে করিম মিয়া,হিতেন বর্মণ,অর্ঘ রায় প্রধান,জগদীশ বসুনিয়া,প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়,জেলা পরিষদের সভাধিপতি উমা কান্ত বর্মণ, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ,নুর আলম হোসেন,হুমায়ুন কবীর সহ জেলার সমস্ত তৃণমূল নেতৃত্বরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584