কেন্দ্রীয় নীতির তুমুল সমালোচনায় টুইট সুব্রমনিয়ম স্বামীর, লিখলেন মোদি দেশের রাজা নন

0
77

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

মোদী সরকারের বেশ কিছু নীতির কট্টর সমালোচক সুব্রমনিয়ম স্বামী এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই সমালোচনায় বিদ্ধ করলেন। কেন্দ্রের অর্থনৈতিক ও বৈদেশিক নীতিকে মোটেই সমর্থন করেন না বলে জানালেন স্বামী।

PM Modi Subramanian Swamy
নরেন্দ্র মোদী-সুব্রমনিয়ম স্বামী

একটি টুইটে সুব্রমনিয়ম স্বামী এদিন লিখেছেন, কেন্দ্রের আর্থিক নীতি ও বৈদেশিক নীতি তিনি আদৌ সমর্থন করেননা। পাশাপাশি তিনি বলেন যে, মোদি ভারতের রাজা নন যে তাঁর নীতির সমালোচনা করার অধিকার নেই কারুর।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও আফগানিস্তানের সংকটময় পরিস্থিতিতে ভারতের অবস্থান নিয়ে ধারাবাহিকভাবে প্রশ্ন তুলে যাচ্ছেন সুব্রমনিয়ম স্বামী। বিজেপির হয়ে সংসদে গেলেও সুব্রমনিয়ম স্বামী আদৌ যে মোদিপন্থী নন তা বহুবার প্রকাশ পেয়েছে তাঁর বক্তব্যে। গত কয়েক দিন ধরে নেটমাধ্যমে লাগাতার কেন্দ্রের সমালোচনা করে আসছেন তিনি।

মোদী সরকারের বিদেশ নীতি একেবারে ব্যর্থ, আন্তর্জাতিক মহলে ভারতের অস্বস্তিজনক অবস্থানের জন্য এস জয়শঙ্কর এবং অজিত ডোভালদের ক্ষমা চাওয়া উচিত, এমন নানা মন্তব্য করেছেন স্বামী। আফগানিস্তান নিয়ে দিল্লি কেন আমেরিকার সাহায্যে এগিয়ে যাচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মাঝেই এবার সরাসরি মোদীকে নিশানা করলেন স্বামী।

আরও পড়ুনঃ ভারতে ডিরেক্টর পদ থেকে মনীশ মহেশ্বরীকে সরাল টুইটার, বিতর্কের জেরেই কি সিদ্ধান্ত!

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি টুইট করেন তাতে তিনি লিখেছেন, ১৪ অগস্ট ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’! শনিবার তারই পাল্টা হিসেবে সুব্রমনিয়ম স্বামী সরাসরি মোদীকে বিদ্ধ করে টুইটারে লেখেন, ‘আমি মোদী সরকারের অর্থনৈতিক এবং বৈদেশিক নীতির বিরোধী। দায়িত্বজ্ঞানসম্পন্ন যে কারও সঙ্গে এ বিষয়ে তর্ক করতে প্রস্তুত আমি। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলে যে কিছু আছে, তা জানেন তো? মোদী ভারতের রাজা নন।’

আরও পড়ুনঃ স্কুল খোলার দাবিতে সুপ্রীম কোর্টের দ্বারস্থ দ্বাদশ শ্রেণীর ছাত্র, ক্ষতি হচ্ছে মানসিক স্বাস্থ্যের

উল্লেখ্য, বিজেপি আগাগোড়াই মোদীকে দেবতার আসনে বসানোর চেষ্টা করে। নরেন্দ্র মোদী শুধু ‘ইহলোক’-এর নন, ‘দেবলোক’-এরও অধিপতি বলে গত বছরই মন্তব্য করেছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কিন্তু তিনি যে আদৌ এই গোত্রের মধ্যে পড়েন না, তা আরো একবার সাফ জানিয়ে দিলেন স্বামী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here