ওয়েবডেস্কঃ
রাজস্থানের টঙ্ক জেলার এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেন যে ভারতের যেকোনো প্রান্তে কাশ্মীরিদের রক্ষা করা প্রত্যেক ভারতীয়র কর্তব্য।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের ওই সভায় মন্তব্য করেন যে যতদিন সন্ত্রাসবাদ চলতে থাকবে, পৃথিবীতে কোনোভাবেই শান্তি ফেরানো সম্ভব নয়।
তিনি আরো বলেন যে মানুষ সন্ত্রাসবাদ সম্বন্ধে বর্তমানেে যথেষ্ট ওয়াকিবহাল হয়েছে। “শুধুমাত্র ভারতবর্ষ নয়, এখন সারাা বিশ্বই আমাদের শহীদদের পাশে আছে।” বলে তিনি মন্তব্য করেন। তিনি সেনাবাহিনী ও সরকারের ওপর বিশ্বাস রাখতেও বলেন। এই জনসভায় তিনি আরো মন্তব্য করেন “আমাদের লড়াই কাশ্মীরেদের বিরুদ্ধে নয়, কাশ্মীরি যুবকরা ও সন্ত্রাসবাদের দ্বারা ক্ষতিগ্রস্ত।” নরেন্দ্র মোদী বলেন যে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর হাতও খুলে দেওয়া হয়েছে।
#WATCH Prime Minister Narendra Modi at a public rally in Tonk, Rajasthan says "Hindustan ke kisi bhi kone mein, mera Kashmir ka lal, uski hifaazat karna mere Hindustan ke har nagrik ka kaam hai." pic.twitter.com/rBmECkH7YO
— ANI (@ANI) February 23, 2019
তিনি এই জনসভায় স্মরণ করিয়ে দেন যে গতবছর অমরনাথ যাত্রায় গুলি চলার পর কাশ্মীরিরাই লাইন দিয়ে রক্ত দান করেছেন। তিনি বলেন,” আমাদের লড়াই সন্ত্রাসবাদ এবং মানবতাবিরোধীদের বিরুদ্ধে।” তিনি বলেন কাশ্মীরের বাসিন্দারা গত ৪০ বছর ধরে সন্ত্রাসবাদের ফলে ভুগছে, তারাও শান্তি চান। তিনি বলেন সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে ৭০ থেকে ৭৫ শতাংশ ভোট পড়ার তারা প্রমাণ।
আরও পড়ুনঃসোশাল মিডিয়ার অপব্যবহারে বিশ্বে প্রথম ভারতঃ মাইক্রোসফটের রিপোর্ট
উল্লেখ্য, গতকালই ভারতের সর্বোচ্চ আদালত কাশ্মীরি ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও রক্ষণ নিয়ে কেন্দ্রের পাশাপাশি ১০ টি রাজ্যকে নির্দেশ দিয়েছে। তারপরই আজ প্রধানমন্ত্রীর এ মন্তব্য যথেষ্ট তাৎপর্য বহন করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584