মাফলার ম্যানের উন্নয়ন প্রকল্পের কাছে পর্যুদস্থ উদ্ধত মোদী-শাহ’র ধর্মীয় মেরুকরণ

0
172

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

বুথ ফেরতই সমীক্ষায় ইঙ্গিত ছিলই ,ইভিএম খোলা মাত্রাই অনুমান স্পষ্ট হতে শুরু করলো। আপের জয়জয়াকার, পরাস্থ বিজেপি ধুয়েমুছে সাফ কংগ্রেস।

Muffler man | newsfront.co
গ্রাফিক্স চিত্র

গণনার যা প্রবণতা তাতে ৫৫-র কাছাকাছি আসন পেয়ে দিল্লির মসনদে তৃতীয়বারের জন্য বসতে চলছে আপ। পরাস্থ বিজেপির একমাত্র সান্ত্বনা কিছুটা আসন বৃদ্ধি। ১৫-র কাছাকাছি আসন পেতে পারে মোদী শাহ জুটি।

আরও পড়ুনঃ ট্রেন্ড দেখেই পরাজয়ে নিরাশ না হওয়ার হোর্ডিং দিল্লি বিজেপি দফতরে

মাত্র কয়েকমাস আগে লোকসভা ভোটে ভরাডুবি হওয়া আপের কাছে বিধানসভা নির্বাচনে পর্যদুস্থ হলো বিজেপি। লোকসভায় দিল্লির সাতটি আসনই নিজেদের ঝুলিতে ভরেছিল বিজেপি। সেই ভরাডুবির পর বিধানসভা নির্বাচনে কেজরীওয়ালের ঘুরে দাঁড়ানোর মূলে আছে উন্নয়ন, বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

বিজেপির ধর্মীয় মেরুকরণ একগুঁইয়েমির রাজনীতি পরাস্থ হলো আপের উন্নয়নের রাজনীতির কাছে। প্রমানিত হলো যে, সিএএ এনআরসি এনপিআর শাহীনবাগ জেএনইউ জামিয়া নিয়ে বিজেপির অবস্থানের বিরোধী দিল্লিবাসী।

প্রথমবার ৪৫ দিনের মাথায় মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে কেজরীওয়াল ভুল করেছিলেন বলে যারা মনে করেছিলেন আজ তাদের ভুল প্রমাণ করে দিলো উন্নয়নের রাজনীতি।

বিগত পাঁচ বছরে দিল্লিবাসীর জন্য বিদ্যুৎ বিল মুকুব, মহিলাদের জন্য বিনামূল্যে বাসযাত্রা, বিনামূল্যে ২০ লিটার পর্যন্ত জল বিনামূল্যে দেওয়া আপ সরকারের উপরেই তাদের আস্থা প্রকাশ করেছে দিল্লির আম জনতা। আপ সরকারের অন্যতম কৃতিত্বের মধ্যে গুরুতবপূর্ণ ছিলো দুর্নীতিহীন সরকার উপহার দেওয়া।

চেনা রাজনৈতিক লড়াই থেকে নয়, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের নিশ্চিত সরকারি চাকরির পথ ছেড়ে সমাজকর্মী আন্না হাজারের সঙ্গে যৌথ ভাবে দূর্নীতির বিরুদ্ধে একটানা অনশন যে আন্দোলনের মধ্যে দেশ খুঁজে পেয়েছিলো এক নতুন নেতা।

খড়্গপুর আইআইটি-র এই প্রাক্তনী মাফলার ম্যানের মধ্যে দেশ দেখেছিলো এক দুর্নীতি মুক্ত ভারতের স্বপ্ন। যে স্বপ্নে ফের আস্থা রাখলো দিল্লিবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here