বাংলার মাটি দিয়ে প্রস্তুত মিষ্টি খেতে উদগ্রীব মোদী

0
68

ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ

মোদি মমতার রসগোল্লার তরজা এখন রাজনৈতিক মহলের অন্যতম চর্চার বিষয় । কয়েকদিন আগে বলিউড অভিনেতা অক্ষয় কুমার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির এক সাক্ষাৎকার নেন । সেই সাক্ষাতকারে মোদি দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর মোদির জন্য বছরে দু-একটা কুর্তা ও মিষ্টি পাঠান।

Modi wants to eat CM special sweets
তার এই দাবিকে ঘিরে বিরোধীরা যখন মোদি মমতার গোপন আঁতাত নিয়ে সরব হয়েছেন তখন বাংলার জনসভা থেকে মমতা বারবার মোদি কে মিষ্টি দেওয়া নিয়ে বিরুদ্ধাচরণের সাথে কটাক্ষ করেছেন । মমতা কখনো বলেছেন মোদী রাজনৈতিক ক্ষেত্রে সৌজন্যতা হারিয়েছেন । এরপরই এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিষ্টির সাথে কাদা মাখিয়ে মিষ্টির ভিতরে পাথর ভরে মোদিকে খাওয়াবেন বলে মন্তব্য করেন ।

আজ শ্রীরামপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিষ্টিতে কাদা মাখিয়ে তার মধ্যে পাথর ভরে তাঁকে খাওয়ানোর প্রসঙ্গে মমতাকে একহাত নিলেন প্রধানমন্ত্রী মোদী।তিনি জানান , “দিদিকে ধন্যবাদ জানাই এমন একটি ‘প্রসাদ’ উপহার দেওয়ার জন্য । আমার কাছে মাটি হল একটি পবিত্র জিনিস।তা আমার প্রাণশক্তির উৎস।আমার অনুপ্রেরণা।বাংলার মাটি দিয়ে প্রস্তুত ওই রসগোল্লাটি চেখে দেখার জন্য আমি মুখিয়ে আছি। দিদি আমাকে কাদামাটি আর পাথর দিয়ে তৈরি রসগোল্লা খাওয়াতে চান। আমার নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। বাংলার মাটিতে পা রেখেছেন অগণিত দেশপ্রেমিক এবং কিংবদন্তী। মোদীকে কেউ যদি মাটির তৈরি রসগোল্লা খাওয়াতে চান, তাহলে তা মোদী আনন্দের সঙ্গেই গ্রহণ করবেন। আমি দিদিকে আগাম ধন্যবাদ জানিয়ে বলতে চাই যে, আমি অত্যন্ত গর্ব অনুভব করছি আপনার এই প্রস্তাবে। এমন প্রসাদ পাওয়ার মতো ভাগ্য তো সকলের থাকে না”।

আরও পড়ুনঃ নির্বাচনের দায়িত্ব ছেড়ে ভাগ্যের খোঁজে লটারির দোকানে পুলিশ

তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত ভোটের মুখে মোদির মুখে মমতার মিষ্টি পাঠানো প্রসঙ্গে মন্তব্য বঙ্গ রাজনীতিতে তৃণমূলের কিছুটা হলেও দুশ্চিন্তার বিষয় ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here