ওয়েবকডেস্ক, নিউজফ্রন্টঃ
পূর্ব ঘোষণা মতো আজ সকাল ন ‘টায় ভিডিও বার্তায় নিজের বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার জনগণের প্রতি তার বিশেষ আবেদন আগামী ৫ এপ্রিল রবিবার রাত্রি ন’টার সময় সমস্ত বৈদ্যুতিক লাইট বন্ধ করে মোমবাতি, দিয়া ,টর্চ লাইট অথবা মোবাইলের ফ্ল্যাশ জ্বেলে অন্ধকার সরিয়ে আলো ফেরাতে মহাশক্তির প্রকাশ ঘটাতে হবে।
Myself & my Boys ….at 9pm on 5th April.😃😃😃#9Baje9minute . #DiwaliAgainstCorona . pic.twitter.com/rWhtkFXGwN
— SON OF BHARAT MATA🇮🇳 (@raghav_mishr) April 3, 2020
দেশজুড়ে প্রধানমন্ত্রীর এই ভাষণ কে কেন্দ্র করে তোলপাড় নেট দুনিয়া। ফেসবুক ,হোয়াটসঅ্যাপ, ইন্সট্রাগ্রাম জুড়ে অসংখ্য হাস্যকৌতুক, মিম, ব্যঙ্গচিত্র, বা ব্যঙ্গ ভিডিও ছড়িয়ে পড়লো হুরহুর করে ।
Don't buy candles,Happy dent is sufficient .#9baje9minute pic.twitter.com/kLqWkSSD1p
— Dr. Rohan chahande (@rohanchahande) April 3, 2020
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত পৃথিবীর এত গুরুগম্ভীর সময়ে যেখানে ভারতকে বারবার সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, প্রতিদিন বেড়ে চলেছে ভারতে করোনা আক্রান্তের এবং মৃত্যুর সংখ্যা সেখানে প্রধানমন্ত্রী ঠিক কোন দৃষ্টিভঙ্গি থেকে মোমবাতি বা মোবাইলের ফ্লাশ জ্বালাবার নিদান দিলেন তা যথেষ্ট সমালোচনার যোগ্য ।
People in there balconies #9baje9minute. pic.twitter.com/9pzd0I1K95
— Abhi! (@imabhi66) April 3, 2020
এর আগে তিনি থালা, ঘন্টা , হাততালি বাজিয়ে সমস্ত জরুরি পরিষেবার সাথে যুক্ত মানুষদের কৃতজ্ঞতা জানানোর কথা বলেছিলেন । তা নিয়ে সারাদেশে মানুষ কোথাও প্রকাশ্যে খোল করতাল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন তো কোথাও এই কৃতজ্ঞতার মাত্রা ছাড়িয়ে ব্যঙ্গাত্মক দিকে পৌঁছায়।
#9baje9minute
When Modi Ji just said to light up a candle or diya but you start torching up the cylinderFamily : pic.twitter.com/InVVo7xoFC
— Ye Koi ***** Hai Kya? (@intolerant_monk) April 3, 2020
দেশের অর্থনৈতিক দুরবস্থার কথা ভেবে ইতিমধ্যে শিল্পপতি থেকে শুরু করে অভিনেতা, ক্রিকেটার,বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বিপুল পরিমাণ অর্থ দিয়ে দেশের পাশে দাঁড়াবার অঙ্গীকার করেছে । দেশে নেই পর্যাপ্ত ভেন্টিলেশন,নেই প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ।
Jaya Bachchan did it 45 years ago.#ModiVideoMessage #9baje9minute #5thapril pic.twitter.com/ndlPI35tg5
— AIN ⚪ (@Abay_Saaley) April 3, 2020
ডাক্তার, নার্স সহ সমস্ত চিকিৎসা কর্মীদের নিরাপত্তার স্বার্থে যে নির্দিষ্ট পোশাকের প্রয়োজন তারও অভাব যথেষ্ট হারে। এদিকে লকডাউনের জেরে দেশজুড়ে বিভিন্ন জায়গায় আটকে পড়ে অসংখ্য বুভুক্ষ বিতাড়িত শ্রমিক ।
Jao Laxman 9 baj gaye hai Diya jalao.#9Baje9Minute pic.twitter.com/aLEJ70hslJ
— Ye Koi ***** Hai Kya? (@intolerant_monk) April 3, 2020
এই অবস্থায় প্রধানমন্ত্রী করোনা মোকাবিলার স্বার্থে চিকিৎসা ব্যবস্থার উন্নতির কথা না ভেবে এবং এই লকডাউনের সময়ে দেশের যাতে দেশের জনজীবন বিপর্যস্থ না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থাপনার কথা না ভেবে কেন বারবার হাততালি বা মোমবাতি জ্বালানোর মত ব্যাপার গুলোর দিকে বেশি বেশি নজর দিচ্ছেন তা সত্যিই ভাবাচ্ছে দেশের সর্বস্তরের মানুষকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584