সোশ্যাল মিডিয়ায় মিমে বিদ্ধ মোদি ঘোষিত বাতি জ্বালানো কর্মসূচি

0
100

ওয়েবকডেস্ক, নিউজফ্রন্টঃ

Narendra Modi | newsfront.co
কোলাজ চিত্র

পূর্ব ঘোষণা মতো আজ সকাল ন ‘টায় ভিডিও বার্তায় নিজের বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার জনগণের প্রতি তার বিশেষ আবেদন আগামী ৫ এপ্রিল রবিবার রাত্রি ন’টার সময় সমস্ত বৈদ্যুতিক লাইট বন্ধ করে মোমবাতি, দিয়া ,টর্চ লাইট অথবা মোবাইলের ফ্ল্যাশ জ্বেলে অন্ধকার সরিয়ে আলো ফেরাতে মহাশক্তির প্রকাশ ঘটাতে হবে।

দেশজুড়ে প্রধানমন্ত্রীর এই ভাষণ কে কেন্দ্র করে তোলপাড় নেট দুনিয়া। ফেসবুক ,হোয়াটসঅ্যাপ, ইন্সট্রাগ্রাম জুড়ে অসংখ্য হাস্যকৌতুক, মিম, ব্যঙ্গচিত্র, বা ব্যঙ্গ ভিডিও ছড়িয়ে পড়লো হুরহুর করে ।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত পৃথিবীর এত গুরুগম্ভীর সময়ে যেখানে ভারতকে বারবার সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, প্রতিদিন বেড়ে চলেছে ভারতে করোনা আক্রান্তের এবং মৃত্যুর সংখ্যা সেখানে প্রধানমন্ত্রী ঠিক কোন দৃষ্টিভঙ্গি থেকে মোমবাতি বা মোবাইলের ফ্লাশ জ্বালাবার নিদান দিলেন তা যথেষ্ট সমালোচনার যোগ্য ।

এর আগে তিনি থালা, ঘন্টা , হাততালি বাজিয়ে সমস্ত জরুরি পরিষেবার সাথে যুক্ত মানুষদের কৃতজ্ঞতা জানানোর কথা বলেছিলেন । তা নিয়ে সারাদেশে মানুষ কোথাও প্রকাশ্যে খোল করতাল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন তো কোথাও এই কৃতজ্ঞতার মাত্রা ছাড়িয়ে ব্যঙ্গাত্মক দিকে পৌঁছায়।

দেশের অর্থনৈতিক দুরবস্থার কথা ভেবে ইতিমধ্যে শিল্পপতি থেকে শুরু করে অভিনেতা, ক্রিকেটার,বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বিপুল পরিমাণ অর্থ দিয়ে দেশের পাশে দাঁড়াবার অঙ্গীকার করেছে । দেশে নেই পর্যাপ্ত ভেন্টিলেশন,নেই প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ।

ডাক্তার, নার্স সহ সমস্ত চিকিৎসা কর্মীদের নিরাপত্তার স্বার্থে যে নির্দিষ্ট পোশাকের প্রয়োজন তারও অভাব যথেষ্ট হারে। এদিকে লকডাউনের জেরে দেশজুড়ে বিভিন্ন জায়গায় আটকে পড়ে অসংখ্য বুভুক্ষ বিতাড়িত শ্রমিক ।

এই অবস্থায় প্রধানমন্ত্রী করোনা মোকাবিলার স্বার্থে চিকিৎসা ব্যবস্থার উন্নতির কথা না ভেবে এবং এই লকডাউনের সময়ে দেশের যাতে দেশের জনজীবন বিপর্যস্থ না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থাপনার কথা না ভেবে কেন বারবার হাততালি বা মোমবাতি জ্বালানোর মত ব্যাপার গুলোর দিকে বেশি বেশি নজর দিচ্ছেন তা সত্যিই ভাবাচ্ছে দেশের সর্বস্তরের মানুষকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here