ওয়েবডেস্কঃ
জাস্টিস অরুণ মিশ্রের মোদি স্তুতির নিন্দা করে বিবৃতি দিল বার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া।
শনিবার ইন্টারন্যাশনাল জুডিশিয়াল কনফারেন্স ২০২০- এর উদ্বোধনী অনুষ্ঠানে শীর্ষ আদালতের অভিজ্ঞ বিচারপতি জাস্টিস অরুণ মিশ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি মোদিকে ‘আন্তর্জাতিক স্বীকৃত দূরদৃষ্টি সম্পন্ন’ ও ‘একজন বহুমুখী প্রতিভা’ বলে মন্তব্য করেন।
এই অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতায় ‘জুডিশিয়ারি এন্ড চেঞ্জিং ওয়ার্ল্ড’ শীর্ষক আলোচনায় তিনি বলেন ,” মানুষ কিভাবে সম্মানের সঙ্গে বেঁচে থাকবে সেটা আমাদের মূখ্য ভাবনা। নরেন্দ্র মোদির অনুপ্রেরণা মূলক ভাষণ অনুঘটকের মত কাজ করে। তিনি একজন বহুমুখী প্রতিভা। তিনি স্থানীয় স্তরে কাজ করলেও তাঁর চিন্তা ভাবনা সার্বজনীন।”
এই বক্তব্যের পরই বার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার হয়ে এক বিবৃতিতে সভাপতি অ্যাডভোকেট ললিত ভাসিন বলেন, “বার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ বডি জাস্টিস অরুণ মিশ্রের ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসংশা সাধারণ শিষ্টাচারের মাত্রা অতিক্রম করেছে বলে মনে করে।এই ধরণের কাজ পক্ষপাতহীনতা ও স্বাধীনতাকে লঘু করে দেয়, সঙ্গে সাধারণ মানুষের আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584