অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ভারত সফরের আগে ভারত অধিনায়ক বিরাট কোহলির চিন্তায় ঘুম উড়েছে ইংল্যান্ড স্পিনার তথা অল রাউন্ডার মইন আলির। বিরাটের আইপিএল দলের সতীর্থ ভেবে পাচ্ছে না কিভাবে বিরাটকে আউট করবেন।
ভারত অধিনায়কের খেলা খুব সামনে থেকে দেখেছেন। প্রতিপক্ষকে মাত করার পরিকল্পনাও সাজিয়েছেন। কিন্তু এবার বিরাট চিন্তায় রাতের ঘুম উড়েছে ইংল্যান্ড অল রাউন্ডার মইন আলির।
চেন্নাইতে ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড চার টেস্টের সিরিজ। তার আগে ভারত অধিনায়ককে থামানোর পরিকল্পনা করতেই ব্যস্ত মইন।
আরও পড়ুনঃ মোদীর প্রশংসাকে কুর্নিশ সৌরভ ও বিরাটের
মইন আলি এক সাক্ষাৎকারে বলেন, “অস্ট্রেলিয়ার সঙ্গে ভারত সিরিজ জিতে ফিরেছে। বিরাট সেই সিরিজে মাত্র একটা টেস্ট খেলে দেশে ফিরে এসেছে। এবার তাই ও নিজের সেরটা দেওয়ার জন্য মুখিয়ে থাকবে। ওর কোনও দুর্বলতা আমি দেখতে পাচ্ছি না। তবে আমাদের দলেও ভালও ক্রিকেটার আছে।” বিরাটের সঙ্গে মাঝেমাঝে কথা হয় মইনের। তবে ক্রিকেট সংক্রান্ত তেমন কথা হয় না। বলছেন ইংলিশ অলরাউন্ডার।
শ্রীলঙ্কা সফরে গিয়ে করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল মইন আলির। করোনা আক্রান্ত থাকার সময়ের অভিজ্ঞতাও জানিয়েছেন মইন। তিনি বলেন, “এক দিনের জন্য কোনও স্বাদ পাইনি। প্রচণ্ড মাথা ব্যথা ছিল। জ্বর বা কাশি ছিল না। কঠিন অনুশীলন করে নিজেকে তৈরি করতে চাই ভারতের বিরুদ্ধে নামার আগে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584