সুদীপ পাল,বর্ধমানঃ
বড়দিন উপলক্ষ্যে শুধু শহর বর্ধমান নয়, বর্ধমান শহরের বিভিন্ন মফস্বলেও গির্জা সেজে উঠছে।যেমন মানকরের দুটি গির্জা সেজে উঠেছে এবং এদিন ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। মানকর হাসপাতাল সংলগ্ন সিএনআই অর্থাৎ চার্চ অফ নর্থ ইন্ডিয়া এবং মানকর সাহেবডাঙার ক্যাথলিক চার্চে এদিন সকাল থেকে প্রার্থনা সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠিত হয়। গতরাত থেকেই বেলুন সহ রকমারি জিনিসে গির্জা সাজিয়ে তোলেন আশ্রমিকরা। হাসপাতাল সংলগ্ন গির্জার বাসিন্দা জগদীশ বালা বলেন, স্বাধীনতা পূর্ববর্তী ১৯৩৯ সালের প্রাচীন এই চার্চ। এদিন সকালে প্রার্থনা সভা হয় এবং দুপুর তিনটের সময় ফের সভা হবে। নির্দিষ্ট সময়ে দুর্গাপুর থেকে পৌঁছাবেন ফাদার। সাহেবডাঙা চার্চে এদিন ব্যাপক ভিড় দেখা যায়। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা ছাড়াও এদিন সাধারণ মানুষদেরও ভিড় লক্ষিত হয়। সাহেবডাঙার এক বাসিন্দা বলেন, শুধু মাত্র মানকর নয়, অমরারগড়, ভাতকুন্ডা অঞ্চল থেকেও হাজার হাজার মানুষ আসেন। বড়দিনে সকাল থেকে ভিড় হলেও দুপুরের পর থেকে ভিড় আরো বাড়ে প্রত্যেক বছর। এবারেও তার অন্যথা হবে না বলে তাঁর মত। সাহেবডাঙা গির্জার পাশে আলাদা করে সাজানো হয়েছে যা যীশুর জীবনের ঘটনার প্রদর্শনী করে। আগত দর্শনার্থীদের হাতে কেক দেওয়া হয়। দুটি গির্জা ছাড়াও মানকর রামকৃষ্ণ পূর্ণানন্দ আশ্রমে এদিন বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। বাইবেল পাঠ থেকে শুরু করে যীশুর জীবন বাণী আলোচিত হয়। বিশেষ ধর্মীয় রীতিতে প্রভু যীশুকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রসাদ বিতরণ করা হয় ভক্তমহলে।
আরও পড়ুন: ভবঘুরেদের কেক চকলেট তুলে দিয়ে বড়দিন উদযাপন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584