অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
তেরো বছর আগের সেই কুখ্যাত সিডনিতে চলে এলো বর্ন বিদ্বেষ বিতর্ক। সেবার ভারতের হরভজন সিংয়ের ওপর অভিযোগ আনেন অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু সায়মন্ডস আর এবার সিডনিতে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে বর্ণবিদ্বেষের মারাত্মক অভিযোগ তুলল ভারতীয় ক্রিকেট দল।
অভিযোগ, সিডনি টেস্টের তৃতীয় দিনের খেলায়, বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় দলের দুই পেসার মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ। জানা গিয়েছে এই নিয়ে ভারতীয় ক্রিকেট দলের পক্ষে থেকে অভিযোগ জানানো হয়েছে।
তৃতীয় দিনের খেলার শেষের দিকে, গ্যালারি থেকে বুমরাহ ও সিরাজকে অজি ফ্যানেরা গ্যালারি থেকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন বলে অভিযোগ। এরপর জানা যায়, এক দল মদ্যপ অস্ট্রেলীয় সমর্থক নাকি ভারতীয় দুই ক্রিকেটাররে গালিগালাজও করেন। তাঁদের বিরুদ্ধে ভারতের দুই পেসারকে বর্ণবিদ্বেষী মন্তব্য ও অশ্রাব্য গালিগালাজ করার অভিযোগ উঠেছে৷
আরও পড়ুনঃ ব্রাইট লাল হলুদেরই জানাচ্ছেন সিমেন্ট কর্তা
ভারতীয় দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে, রবিচন্দ্রন অশ্বিনরা বিষয়টি নিয়ে মাঠের দুই আম্পায়ারকে জানান। এছাড়া ম্যাচ রেফারি ডেভিড বুনকে লিখিত অভিযোগ করা হয় ভারতীয় বোর্ডের পক্ষ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584