কলকাতা লিগে সহজ জয় মোহামেডানের

0
61

কবির হোসেন, স্পোর্টস ডেস্ক:ছবি সংগৃহীত

কলকাতা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে সাদার্ন সমিতিকে ৩-০গলে হারিয়ে দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বুধবার কল্যাণী স্টেডিয়ামে আয়োজিত কলকাতা লীগে মোহামেডান প্রথম ম্যাচেই সার্দান সমিতি বিরুদ্ধে ম্যাচের শুরু থেকে মাঝ মাঠের দখল নেয়। ফায়াজ নিকোলা ও আজার উদ্দিন মল্লিকেরা  সর্দান সমিতি রক্ষণে বার বার আক্রমনে ফলে প্রথমার্ধে ২ -০এগিয়ে যায় ।এদিন সার্বিয়ার ফুটবলার নিকোলা অনবদ্য ছিলেন । মোহামেডান তাঁর নেতৃত্বেই মাঝ মাঠের দখল নেয়। আজকের ম্যাচের নিজে গোল করেন ও গোল করান এবং ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন।

মোহামেডানের হয়ে নিকোলা খেলার ১৪ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন । প্রথমার্ধে ম্যাচের ৪০মিনিটে মোহাম্মদ ফয়েজ ২-০ গোলে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ৮৪মিনিটে আজহার উদ্দিন মল্লিক বাম দিক থেকে আক্রমণে তৃতীয় গোলটি করে সর্দান সমিতি কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন।এই দিন মোহামেডান রক্ষনে অরিজিৎ ও ওয়েন পেজ ছিলেন দুর্দান্ত। খেলাশেষে হওয়ার অতিরিক্ত সময়ে সর্দান সমিতি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়।

বুধবার মোহামেডান পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল। সঙ্গে অনেকদিন পর মোহামেডান ভালো ফুটবল উপহার দিলো তার সমর্থকদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here