অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
বিতর্কর ওপর নাম পাকিস্তান ক্রিকেট। মহম্মদ আমের অবসর নেওয়ার পরে বোলিং কোচ ওয়াকার ইউনিস ও পিসিবির প্রতি তোপ দাগেন। এবারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে এবার তোপ দাগলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। তিনি বললেন, পিসিবি তাঁকেও ঠিকঠাক ব্যবহার করতে পারেনি।
অবসর নেওয়ার পরে বাঁহাতি পেসার বলেন, তিনি বর্তমান পিসিবি ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে পারবেন বলে মনে করেন না। তাই তিনি ছেড়ে দিতে চান ক্রিকেট। তাঁকে মানসিক অত্যাচারের মুখোমুখি হতে হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। ওয়াকার তার সঙ্গে খারাপ ব্যবহার করেন।
আরও পড়ুনঃ ওয়াকারের প্রতি তোপ দেগে পাক জার্সিকে আলবিদা আমেরের
অতীতে গিয়ে তিনি জানান, “২০১১ বিশ্বকাপে আমাকে ঠিকভাবে ব্যবহার করা হয়নি। তবে সেটা ক্যাপ্টেন আফ্রিদি করেনি। ম্যানেজমেন্টের বাকিরা এটা করেছিল। আমি এটা প্রকাশ্যেই বলছি। আমাকে হয়রান করা হয়েছিল। তবে তা পাত্তা দিইনি। কারণ, তার আগেই অবসরের ঘোষণা করেছিলাম। আর কোচ ওয়াকারের বড় ভূমিকা ছিল আমি ভারতের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে চাই কিন্তু আমার স্বপ্ন শেষ করা হয়।“
আরও পড়ুনঃ ওয়ার্ন বর্ণ বিদ্বেষমূলক মন্তব্য করলেন পূজারাকে
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস এরপর বলেন, “তবে ওর বয়স কম তাই আমেরের উচিত ছিল ভাল বল করা। পারফরম্যান্সে উন্নতি করা। যাতে কেউ ওকে দল থেকে বাদ দিতে না পারে। এটাও ঠিক টিম ম্যানেজমেন্ট সহায়তা না করলে ক্রিকেটারদের অসুবিধা হয় মানসিক ভাবে।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584