অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ফের বিতর্ক পাকিস্তান ক্রিকেটে। এবার পিসিবির প্রতি ক্ষোভ এনে তাই অবসরের পথে বাঁ হাতি পাক পেস বোলার মহম্মদ আমের। তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত দূরে থাকবেন তিনি। তিনি লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে যাবেন শ্রীলঙ্কা সফরে।
জাতীয় দলের জার্সিতে তাঁকে দেখা যায়নি নিউজিল্যান্ড সফরে। তিনি বিস্ফোরক সব অভিযোগ এনে বলেন, “আপাতত ক্রিকেট ছেড়ে দিচ্ছি। মানসিকভাবে আমার উপর অত্যাচার করা হচ্ছে। ২০১০-১৫ মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিলাম। এখন নতুন করে আরও একবার এমন অত্যাচার আর সইতে পারব না। এই পি সি বির অধীনে খেলা আর সম্ভব নয়।“ মুলত আমেরের অভিযোগের নিশানায় প্রাক্তন পাক অধিনায়ক ও বর্তমানে দলের বোলিং কোচ ওয়াকার ইউনিস।
আরও পড়ুনঃ বিরাট ভুলে গোলাপি বলের প্রথম দিনের শেষে ব্যাকফুটে টিম কোহলি
আমের টেস্ট ক্রিকেট থেকে গত বছর অবসর নেন সেই প্রসঙ্গতে জানান, “টেস্ট ক্রিকেট থেকে গত বছর সরে দাঁড়ানোর পর থেকেই আমার উপর অত্যাচার শুরু হয়। টেস্ট ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আমি লম্বা ফরম্যাটে অবসর নিয়ে বেশি করে সীমিত ওভারের ক্রিকেট খেলতে চাইতাম। তবে মাঝেমাঝেই আমাকে নিয়ে নেতিবাচক কথা বলা হচ্ছে।
বোলিং কোচ বলে দিলেন আমি ঠকিয়েছি। একজন বললেন, আমি ওয়ার্কলোড নিতে পারছি না।“ প্রসঙ্গত, ওয়াকার সরাসরি অস্ট্রেলিয়া সফরে হারের জন্য দায়ী করে আমেরকে বলেছিলেন, তিনি সফরের আগেই ঠকিয়েছেন।
আরও পড়ুনঃ দেড় কোটি টাকার পরিষেবা কর ছাড় পেলেন সৌরভ
এমন পরিস্থিতিতে বিপর্যস্ত আমের জানিয়েছেন, “এখন পাকিস্তানে পৌঁছে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে অবসরের কারণ বলব। আমি এখনও পাকিস্তান ক্রিকেটের উন্নতি চাই।” এই পেস বোলারের চলে যাওয়ায় পরের বছর ভারতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত যে বিপাকে পড়বে সেটা বলাই যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584