বলে লালা ব্যবহার করে বিতর্কে আমির

0
119

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

mohammad amir | newsfront.co
নিয়মভঙ্গ। সংবাদ চিত্র

ফের বিতর্কে পাকিস্তান ক্রিকেট। আর জড়ালেন তাঁদের স্পট ফিক্সিং কাণ্ডে জড়ানো মহম্মদ আমির। তিনি ভাঙলেন কোভিড প্রোটকল। ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে প্রথম ওভারে একাধিকবার বলে লালা ব্যবহার করেন তিনি যা দেখা যায় টিভির পর্দাতে। বলের পালিশ ধরে রাখতে একাধিকবার নিষিদ্ধ লালা ব্যবহার করছেন আমির। এই পেসা বাঁ-হাতি স্পিডস্টার যখন তাঁর বোলিং চিহ্নের দিকে ফিরে গিয়েছিলেন তখনই বল লালা লাগান।

আরও পড়ুনঃ প্র্যাক্টিসে নেমেই চেনা ছন্দে হিটম্যান

আইসিসির করোনা পরিস্থিতির নিয়ম বলছে, ‘বল পালিশ ধরে রাখতে খেলোয়াড়দের লালা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। কোনও খেলোয়াড় যদি বলে লালা প্রয়োগ করেন, তবে আম্পায়াররা পরিস্থিতি পরিচালনা করবেন৷ আর পরে সেই ক্রিকেটারকে সতর্ক করা হবে।‘ একটি দলকে ইনিংসে দু’বার সতর্কতা জারি করা যেতে পারে৷ তবে বারবার লালা ব্যবহারের ফলে ব্যাটিংয়ের পক্ষে পাঁচ রান জরিমানা হবে।

যদিও আমিরকে এখনও অবধি কোনো জরিমানা বা শাস্তির মুখে পড়তে হয় নি। ইংল্যান্ড ও পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here