শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে হারের পরে সোশ্যাল মিডিয়ায় হাজারো কটূক্তির শিকার হয়েছেন ভারতের পেস বোলার মহম্মদ শামি। ভারতকে ইচ্ছাকৃত ভাবে হারিয়েছেন থেকে শুরু করে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ার বহুল প্রচলিত শব্দবন্ধ, “পাকিস্তানে চলে যান”… এই সব মন্তব্যই তথাকথিত ক্রিকেট প্রেমী ভারতীয় দর্শকরা ছুঁড়ে দিয়েছেন তাঁর দিকে। ক্রিকেট জগত থেকে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই এই ঘটনার নিন্দা করে শামির পাশে দাঁড়িয়েছেন।
তবে সেদিনের ম্যাচের সেরা প্রতিদ্বন্দ্বীর কাছ থেকেই বোধহয় সহমর্মিতার সেরা নিদর্শন দেখা গেল। এই ম্যাচে শামির বলে বড় রান পেয়েছিলেন পাকিস্তানের ওপেনার মহম্মদ রিজওয়ান। এবার মহম্মদ রিজওয়ানই শামির পাশে দাঁড়িয়ে উপযুক্ত জবাব দিয়েছেন এই নেটিজেনদের, পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন একজন ক্রিকেটারকে কতটা ত্যাগ ও পরিশ্রম করতে হয় সে কথাও।
The kind of pressure, struggles & sacrifices a player has to go through for his country & his people is immeasurable. @MdShami11 is a star & indeed of the best bowlers in the world
Please respect your stars. This game should bring people together & not divide 'em #Shami #PAKvIND pic.twitter.com/3p70Ia8zxf
— Mohammad Rizwan (@iMRizwanPak) October 26, 2021
আরও পড়ুনঃ ক্রিকেটে পাকিস্তানের জয়ে উচ্ছাসের অপরাধে ইউএপিএ ধারায় ছাত্রদের বিরুদ্ধে মামলা রুজু কাশ্মীর পুলিশের
শামির একটি ছবি টুইট করে তিনি লিখেছেন, ‘দেশ ও দেশের মানুষদের জন্য প্রচণ্ড চাপ, কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয় ক্রিকেটারদের। শামি একজন তারকা। বিশ্বের অন্যতম সেরা বোলার।’ আপামর ক্রিকেট প্রেমী মানুষের কাছে তিনি আবেদন জানিয়েছেন, ‘দয়া করে তারকাদের সম্মান দিন। খেলা সবাইকে কাছাকাছি আনে, দূরত্ব তৈরি করে না।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584