কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
সবচেয়ে কম বল করে ২০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন ভারতীয় পেসার মোহাম্মদ সামি। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার সুপারস্পোর্ট পার্ক ক্যাসিগ রাবাডাকে আউট করে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটর মাইল ফলক ছুলেন ভারতের পেসার মোহাম্মদ সামি। তিনি একমাত্র ভারতীয় পেশার যিনি সবচেয়ে কম বলে উইকেটের এই রেকর্ড স্পর্শ করলেন। তিনি মাত্র ৯,৮৯৬ বলে ২০০ উইকেট লাভ করেন।
তিনি ছাড়াও রবিচন্দ্রন অশ্বিন ১০,২৪৮ টি বলে ২০০ উইকেটের রেকর্ড স্পর্শ করেন। অপর ভারতীয় কিংবদন্তি প্রেসার কপিল দেব ১১,০৬৬ টি বলে ২০০ এবং ভারতীয় বাঁহাতি স্পিনার ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ১১,৯৮৯ বলে দুশো উইকেট এর মাইলস্টোন স্পর্শ করে। সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের ৬১.৫ ওভারে সাউথ আফ্রিকা ব্যাটার ক্যাসিগ রাবাডাকে ফিরিয়ে দিয়ে মোহাম্মদ সামি এই কৃতিত্বের অধিকারী হন। এদিনের টেস্টে ১৬ ওভার হাত ঘুরিয়ে ৫ উইকেট লাভ করেন তিনি।
Milestone Alert 🚨 – 200 Test wickets for @MdShami11 👏👏#SAvIND pic.twitter.com/YXyZlNRkQ1
— BCCI (@BCCI) December 28, 2021
Shabash Sultan of Bengal @MdShami11. Dekh ke maza aah gaya. Biryani. Doh din ke baad. Mehnat ka Phal. God bless. #SAvIND #Shami #Shami200 pic.twitter.com/QGZ41g4bD7
— Ravi Shastri (@RaviShastriOfc) December 28, 2021
আরও পড়ুনঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে অনন্য রেকর্ড গড়েছেন ভারতীয় ওপেনার রাহুল
ভারতীয় এই ডানহাতি পেস বোলার টেস্ট ক্যারিয়ারে ৫৫ টি টেস্ট ম্যাচে ১০৩টি ইনিংসে ২০০উইকেট লাভ করেন। বোলিং অ্যাভারেজ ২৭. ১০, বেস্ট বোলিং এক ইনিংসে ৬/৫৬ , সেরা বোলিং এক টেস্ট ম্যাচে ৯/১১৮ । টেস্ট জীবনী মোট ৬ বার ৫টি করে উইকেট দখল করেন। মোহাম্মদ সামি ভারতীয় ক্রিকেটের অন্যতম সিম পেস বোলার হিসেবে খ্যাত এবং দেশে থেকে বিদেশের মাটিতে সাফল্যের হার অনেক বেশি।
আরও পড়ুনঃ আই লিগের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু মোহামেডানের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584