উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন সিপিআই (এম) এর পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম। শুক্রবার আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চোর বলে অভিযোগ জানালেন মহম্মদ সেলিম ।
তিনি বলেন,”পিএম কেয়ার ফান্ড থেকে মোদী-অমিত টাকা চুরি করছেন। করোনার সময়ে এরাজ্যে ভেন্টিলেটর মেশিন দেওয়ার কথা বললেও তিনি পাঠাননি। মোদী দু মুখে কথা বলেন। আর এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দালালি করছেন তিনি। মমতা কেন্দ্রের টাকা চুরি করলেও তা নিয়ে বিজেপি কিছু বলে না।
আসলে যতই বাইরে যুদ্ধ করুক, তলে তলে যোগাযোগ আছে। আরএসএস ওদের আর্থিক সাহায্য ও বুদ্ধি দিয়ে তৃণমূল দলের ভিত্তি স্থাপন করে দিয়েছে।” পরে তিনি আরো বলেন,”দিল্লিতে কৃষকরা আন্দোলন করলেও কেন্দ্র সরকারের টনক নড়ে না। চল্লিশ জন কৃষক দিল্লির ঠান্ডায় আন্দোলন করতে গিয়ে মারা গেছে।
আরও পড়ুনঃ প্রচার সত্ত্বেও দুয়ারে এলেন না আধিকারিক! ক্ষোভ কোচবিহারে
এরাজ্যের দুশো ঊনচল্লিশ জন কৃষক আত্মহত্যা করলেও রাজ্য সরকার অন্য কথা বলছে।” কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে প্রশ্ন করা হলে মহম্মদ সেলিম জানিয়ে দেন এ ব্যাপারটা বিমান বসু দেখছেন। কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো বাম-কংগ্রেস জোটের ভাবি মুখ্যমন্ত্রী হিসেবে অধীর চৌধুরীর নাম টুইট করলে, তার জবাব এড়িয়ে যান সেলিম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584