অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
এযেন গোদের ওপর বিষ ফোঁড়া অ্যাডিলেডে লজ্জার হারের প্রথম টেস্টে কামিন্সের বলে ডানহাতের কনুইয়ে চোট পান শামি। চোট এতটাই গুরুতর হয়, যে আর ব্যাট করতে পারেননি মহম্মদ শামি। বল হাতেও নামেননি দ্বিতীয় ইনিংসে এরপর শামিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। এমআরআই করা হয় ভারতীয় পেসারের।
রিপোর্ট দেখে ভারতীয় টিম ম্যানেজমেন্টের মাথায় হাত। বিসিসিআই সূত্রের খবর, শামির ডান হাতের কব্জিতে চিড় ধরেছে। বাকি টেস্ট সিরিজে শামিকে আর পাওয়া যাবে না।
আরও পড়ুনঃ হারলেও বাংলার ফুটবলের মন কেড়ে নিল জর্জ, চ্যাম্পিয়ন রিয়াল কাশ্মীর
ইতিমধ্যে দলের আরেক পেসার মহম্মদ সিরাজকে তৈরি থাকতে বলা হয়েছে বাকি সিরিজের জন্য। যদিও বাংলার পেসারকে এখনই দেশে পাঠানো হবে কিনা, সেটা কয়েকদিন পরে জানানো হবে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584